পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুম্বই থেকে ফেরার পথে রাঁচিতে বাস দুর্ঘটনা, মৃত বর্ধমানের 2 পরিযায়ী শ্রমিক - মুম্বই থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

বাড়ি ফেরার পথে রাঁচিতে বাস উলটে মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের । তাঁরা মুম্বই থেকে বাড়ি ফিরছিলেন বলে খবর । আরও আটজন দুর্ঘটনায় আহত হয়েছেন । তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ।

দুর্ঘটনায় মৃত দুই পরিযায়ী শ্রমিক
দুর্ঘটনায় মৃত দুই পরিযায়ী শ্রমিক

By

Published : May 26, 2020, 10:11 PM IST

পূর্বস্থলী, 26 মে : মুম্বই থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ফেরার পথে রাঁচিতে বাস উলটে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের । মৃতদের একজনের নাম বাবু শেখ (21) , অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি । ঘটনায় পূর্বস্থলী ব্লকের আটজন আহত হয়েছেন । তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ।

বাবু শেখের বাড়ি পূর্বস্থলী ব্লকেই । তাঁর পরিবার সূত্রে জানা গেছে, তিনি মুম্বইতে সিটি গোল্ডের কাজ করতে গিয়েছিলেন । লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন । ওই ব্লকের মোট 10জন সেখানে বিভিন্ন কাজে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন । সঙ্গে থাকা টাকাকড়ি শেষের পথে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও মিলছিল না । তাই তাঁরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ।

মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা বাস রওনা দেয় । বাসে মোট 50জন শ্রমিক ছিলেন । এর মধ্যে 10জন ছিলেন পূর্বস্থলী ব্লকের বাসিন্দা । গতকাল রাতে বাসটি রাঁচির কাছে উলটে যায় । দুর্ঘটনায় পূর্বস্থলী ব্লকের দু'জনের মৃত্যু হয় । বাবু শেখের কাকা বাসের শেখ বলেন, "গতকাল বিকেলে বাবুর সঙ্গে শেষবারের মতো ফোনে কথা হয় । এরপর রাতের দিকে দুর্ঘটনার খবর পাই । আজ সকালে মৃত্যুর খবর জানতে পারি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details