বর্ধমান, 31 জুলাই : পুলিশ আধিকারিকের নামে আপত্তিকর পোস্ট করায় গ্রেপ্তার 2 ৷ বর্ধমান সদরের ঘটনা ৷ জানা গিয়েছে, বর্ধমান সদরের SDPO আমিনুল খানের নামে বিভ্রান্তিমূলক পোস্ট করে দুই ব্যক্তি ৷ ধৃতদের নাম তাপস বিশ্বাস ও তপন রায় ৷ ধৃত তাপসের বাড়ি দেবীপুর ও নয়নের বাড়ি কালনায় ৷ সূত্রের খবর, এলাকায় যুব BJP-এর কর্মী বলে পরিচিত ধৃত দুই ব্যক্তি ৷ যদিও BJP এর তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি ৷
পুলিশ আধিকারিকের নামে আপত্তিকর পোস্টের অভিযোগ, ধৃত 2 - Purba Bardwan arrest
বর্ধমান সদরের SDPO-এর নামে বিভ্রান্তিমূলক পোস্টের অভিযোগে ধৃত 2 ব্যক্তি ৷ ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
সোশাল মিডিয়ায় একটি পোস্টে SDPO আমিনুল খানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে ৷ পোস্টটি পুলিশের নজরে আসে ৷ ঘটনার তদন্ত শুরু করে বর্ধমান সাইবার শাখা ৷ তদন্তে নেমে ওই দুই ব্যক্তির খোঁজ পায় সাইবার শাখা ৷ এরপরই পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় ৷ গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে ৷ শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তাদের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷
পুলিশ সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তি একই মোবাইল থেকে একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করত ৷ ওই ভুয়ো আইডি ব্যবহার করেই এই ধরনের আপত্তিকর পোস্টগুলো করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ৷