বর্ধমান, 11 মে : পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হল দুই যুবকের ৷ মৃতদের নাম শরিফ মুন্সি (20) ও সঞ্জয় প্রামাণিক (29) । শরিফ মুন্সি খণ্ডঘোষ, সঞ্জয় প্রামাণিক জামালপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । মৃতদের পরিবারকে এককালীন দু'লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে প্রশাসন ।
মঙ্গলবার দুপুরে জেলাজুড়ে দুর্যোগ হয় ৷ বৃষ্টির সঙ্গে ঘনঘন বাজ পড়ে । খণ্ডঘোষের শাঁখারি 2 নং পঞ্চায়েতের কুঞ্জনগর গ্রামের মাঠেও বাজ পড়ে । সেই সময় বেশ কিছু চাষি মাঠে কাজ করছিলেন । বাজ পড়লে কৃষক শরিফ মুন্সি আহত হন । তাঁকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁর মৃত্যু হয় । অন্যদিকে জামালপুরের আবুজহাটি পঞ্চায়েতের নওহাটি গ্রামে বাজ পড়ায় মৃত্যু হয় যুবক সঞ্জয় প্রামাণিকের । দুপুরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া দিচ্ছিল । সঞ্জয় প্রামাণিকের পরিবারের বেশ কয়েকটি গরু মাঠে বাঁধা ছিল । গরুগুলিকে আনতে ঘরের বাইরে বেরোতেই বাজ পড়ে আহত হন সঞ্জয় । তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি মৃত ৷