পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আউশগ্রামে বজ্রাঘাতে মৃত 2, আহত 1 - আউশগ্রামে বজ্রাঘাতে মৃত 2

হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু দুজনের । আহত 1 ।

2 died and 1 injured in thunderstorm
2 died and 1 injured in thunderstorm

By

Published : Jul 13, 2020, 10:51 PM IST

আউশগ্রাম, 13 জুলাই : আউশগ্রামে বাজ পড়ে মৃত্যু হল দু'জনের । আহত আরও 1 । সোমবার বিকেল নাগাদ পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয় । মৃতের নাম মুঙ্গলি বেসরা (38) ও লকাই মাঝি(17)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আউশগ্রাম 2 ব্লকের আদিবাসী পাড়ায় মাঠে কাজ করছিলেন স্থানীয় দিনমজুরেরা । হঠাৎ করে বজ্রপাত হলে দুই মহিলা আহত হয় । তাদের দু'জনকেই বননবগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা মুঙ্গলি বেসরাকে মৃত বলে ঘোষণা করে ।

অন্যদিকে আউশগ্রামের হাটমাধবপুরের পল্লিশ্রী গ্রামে বাজ পড়ে লকাই মাঝি নামে এক কিশোর মারা যায় । আউশগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে সোমবার আউশগ্রাম ব্লকে বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। মৃতদের বর্ধমান মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details