পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 177 - Overall Corona Situation Of Purba Burdwan

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 177 । চিকিৎসাধীন রোগীর সংখ্যা 27 । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 150 জন ।

বর্ধমান, কোরোনা, Burdwan, Corona, no of Corona affected in Burdwan
Burdwan

By

Published : Jul 5, 2020, 3:08 PM IST

বর্ধমান, 5 জুলাই :পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত হল আরও দু'জন । এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 177 । ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে 150 জন । চিকিৎসাধীন 27 জন ।

জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট 2 হাজার 591 জন ইন্সটিটিউশনাল কোয়ারানটিনে রয়েছে । হোম কোয়ারানটিনে রয়েছে 3 হাজার 217 জন । জেলায় যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক । বেশিরভাগই ফিরেছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে ।

এখনও পর্যন্ত জেলায় কন্টেইনমেন্ট জ়োনের সংখ্যা 20টি । বাফার জ়োনের সংখ্যাও 20টি । অন্যদিকে 120টি জায়গা থেকে কন্টেইনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে । জেলায় মোট 26 হাজার 139 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে 25 হাজার 207 জনের ।

ABOUT THE AUTHOR

...view details