পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রামে রাস্তা তৈরি ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ, জখম 15 - কালনা মহকুমা হাসপাতাল

আজ বেলা প্রায় 11 টা নাগাদ গ্রামে ঢালাই রাস্তার কাজ শুরু হয় । আর এরপরেই BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয় । দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে লাঠি-বাঁশ-টাঙি নিয়ে একে অন্যকে আক্রমণ করে ।

Kalna news
সংঘর্ষে জখম ব্যক্তি

By

Published : Sep 1, 2020, 6:57 PM IST

কালনা, 1 সেপ্টেম্বর : গ্রামের ঢালাই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে BJP - তৃণমূল সংঘর্ষ । উত্তপ্ত কালনার কদমবা গ্রাম । ঘটনায় দু'পক্ষের 15 জন জখম হয়েছেন । জখমদের কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, আজ বেলা প্রায় 11 টা নাগাদ গ্রামে ঢালাই রাস্তার কাজ শুরু হয় । আর এরপরেই BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয় । দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে লাঠি-বাঁশ-টাঙি নিয়ে একে অন্যকে আক্রমণ করে । ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজনের মাথা ফেটে যায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ গ্রামের রাস্তা দীর্ঘদিন খারাপ থাকায় ঢালাই রাস্তা করার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই মতো এদিন ট্রাক্টর করে পাথর আনা হয় । খবর পেয়ে BJP-র কর্মীরা পাথর নামাতে বাধা দেয় । কিন্তু সেই পাথর নামানো হতেই বচসা শুরু করে BJP-র কর্মীরা । এরপরে তারা লাঠি বাঁশ নিয়ে হামলা চালায় ।আটজন কর্মী আহত হয়েছেন ।

আরও পড়ুন :তুফানগঞ্জে BJP-র গোষ্ঠী সংঘর্ষ, আহত 6

অন্যদিকে BJP-র অভিযোগ, তৃণমূলকর্মীরা রাস্তা এমন ভাবে তৈরি করছে যাতে তৃণমূল নেতাদের বাড়ির সামনের অংশও সরকারি টাকায় ঢালাইয়ের কাজ হয়ে যায় । এর আগেও এইভাবে গ্রামে রাস্তা ঢালাইয়ের কাজ হয়েছে । তাদের দাবি রাস্তা তৈরির আগে বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু এদিন তৃণমূল জোর করে রাস্তা নির্মাণের কাজ শুরু করতে গেলে BJP কর্মীরা বাধা দেয় । এরপরেই তৃণমূল বাঁশ লাঠি টাঙি নিয়ে তাদের উপরে হামলা করে ।

আরও পড়ুন :ডোমকলে প্রকাশ্য রাস্তায় গুলি তৃণমূল নেতার, জখম 2

এদিকে সংঘর্ষে জখম তৃণমূল নেতা শামসুর আলি মণ্ডল বলেন, "এদিন গ্রামের রাস্তা নির্মাণের কাজ করতে গেলে BJP কর্মীরা আমাদের উপরে চড়াও হয় । লাঠি বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ।"

অন্যদিকে BJP-র কর্মী কুতুব শেখ বলেন, "গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেই রাস্তার কাজ শুরু করতে হবে । তাই এদিন যাতে রাস্তা তৈরির জন্য সরঞ্জাম না নামানো হয় সেই দাবি জানিয়েছিলাম । আমরা প্রতিবাদ করতেই তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমাদের উপরে হামলা চালায়।"

আরও পড়ুন :ইসলামপুরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ABOUT THE AUTHOR

...view details