পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত 14 পরিযায়ী শ্রমিক - লকডাউন

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 69জন । গত 24 ঘণ্টায় 14জন কোরোনা আক্রান্ত হয়েছেন । তাঁদের সবাই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে ।

গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত 14 পরিযায়ী শ্রমিক
গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত 14 পরিযায়ী শ্রমিক

By

Published : May 29, 2020, 8:02 PM IST

বর্ধমান, 29 মে : পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 14 জন । এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । জেলায় বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 69 । এদের মধ্যে 24 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । বর্তমানে 45জন হাসপাতালে চিকিৎসাধীন । জেলা প্রশাসন সূত্রে খবর, যাঁরা নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই ভিনরাজ্য থেকে ফিরেছেন । বেশিরভাগই মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফিরেছেন ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, গত 24 ঘণ্টায় 14জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে কেতুগ্রাম 1-ব্লকের পাঁচজন, কেতুগ্রাম 2-ব্লকের তিনজন, মঙ্গলকোটের দু'জন, কাটোয়া 2-ব্লকের দু'জন, কালনা 2-ব্লকের একজন ও পূর্বস্থলী 2-ব্লকের একজন রয়েছেন । যেহেতু মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু থেকে আসা শ্রমিকদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই এই সমস্ত রাজ্য থেকে আসা শ্রমিকদের জন্য বিশেষ পরীক্ষা করা হচ্ছে ।

জেলাশাসক বিজয় ভারতী বলেন, "গত দু'মাসে আমাদের জেলায় মাত্র দু-তিনজন আক্রান্ত ছিলেন । কিন্তু গত দু'দিনে বেড়েছে 35জন । পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্য থেকে ফেরাতেই কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । তবে সেই হারে আমাদের টেস্টিং করা হচ্ছে । প্রতিদিন প্রায় হাজার স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে । এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে মোট 25টা ট্রেন এসেছে । সেই ট্রেন থেকে প্রায় ছয় হাজার লোক এখানে নেমেছে । এর মধ্যে এই জেলার মানুষ আছে মাত্র 175 জন । বাকিরা অন্য জেলার ।"

ABOUT THE AUTHOR

...view details