পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত 124

23 জনের চিকিৎসা চলছে ৷ সুস্থ হয়ে যাওয়ায় ছুটি দেওয়া হয়েছে 101 জনকে ৷ তবে শনিবার নতুন করে কোনও কোরোনা আক্রান্তের খোঁজ না মেলায় কিছুটা হলেও স্বস্তিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ৷

corona patient in burdwan
প্রতীকী ছবি

By

Published : Jun 7, 2020, 12:39 AM IST

বর্ধমান, 7 জুন : রাজ্যজুড়ে কোরোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে ৷ এর মাঝে কিছুটা হলেও স্বস্তি পেল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ৷ শনিবার এই জেলায় নতুন করে কেউ কোরোনায় আক্রান্ত হয়নি ৷ সেখানে এখন আক্রান্তের সংখ্যা 124 ৷ এর মধ্যে 23 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে যাওয়ায় 101 জনকে ছুটি দেওয়া হয়েছে ।

জেলায় এখন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 94টি ৷ বাফার জ়োনের সংখ্যাও একই । তিন জায়গায় কনটেনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী, 9 হাজার 618 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । হোম কোয়ারানটিনে রয়েছে 16 হাজার 391 জন ।

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে আসা শ্রমিকদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে । এখনও পর্যন্ত ওই পাঁচ রাজ্য থেকে আসা শ্রমিকের সংখ্যা 7 হাজার 63 জন । শনিবার মোট 10টি ট্রেন বর্ধমানে এসেছে । জেলায় ফিরেছেন আরও 797 জন।

ABOUT THE AUTHOR

...view details