পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students ill at Samanti High School : প্রচন্ড গরমে স্কুলে অসুস্থ হয়ে পড়ল 12 জন ছাত্রছাত্রী - Students ill At Samanti High School

প্রচন্ড গরমে সামন্তী উচ্চ বিদ্যালয়ে আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ে 12 জন ছাত্র-ছাত্রী (Students ill At Samanti High School ) ৷

12 Student ill At Samanti High School
প্রচন্ড গরমে স্কুলে অসুস্থ হয়ে পড়ে 12 জন ছাত্র-ছাত্রী

By

Published : Apr 9, 2022, 10:53 PM IST

বর্ধমান, 9 এপ্রিল : স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ল 12 জন ছাত্রছাত্রী(Students ill At Samanti High School )। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান -2 নং ব্লকের হাটগোবিন্দপুরের সামন্তী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। তাদের মেমারির স্থানীয় পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার স্কুলে আসার পর তারা আইসক্রিম কিনে খেয়েছিল। তারপরই তারা অসুস্থ হয়ে পড়ে ৷ প্রচন্ড গরমের মধ্যে ডিহাইড্রেশনের ফলেই তারা অসুস্থ হয়ে পড়ে বলে চিকিৎসকদের অনুমান। শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয়দের উদ্যোগে অসুস্থ ছাত্রছাত্রীদের পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় ৷

আরও পড়ুন :অভিভাবকদের বিক্ষোভের ফলে অনির্দিষ্টকালের জন্য জিডি বিড়লা, অশোকা হলের গেটে তালা

পরে 10 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ বাকি দু-জনের অবস্থা স্থিতিশীল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details