পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদিনে বর্ধমানে কোরোনায় আক্রান্ত শতাধিক

একদিনে 105 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা 3 হাজার 271 জন ৷ এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 45 জনের ৷

105 new covid positive cases in east burdwan
একদিনে বর্ধমানে কোরোনায় আক্রান্ত শতাধিক

By

Published : Sep 11, 2020, 3:51 PM IST

বর্ধমান, 11 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও শতাধিক । এর ফলে সেখানে আক্রান্তের সংখ্যা 3 হাজার 271 । তবে গত 24 ঘণ্টায় একটিও মৃত্যুর খবর নেই । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 45 জনের ।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলার মোট আক্রান্তের মধ্যে 570 জনের চিকিৎসা চলছে ৷ সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 656 জন ৷ জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, 538 জন এখনও কোয়ারানটিন সেন্টারে রয়েছে ৷ হোম কোয়ারানটিনে রয়েছে 727 জন ৷ জেলায় এপর্যন্ত 73 হাজার 759 টি নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 72 হাজার 141 টি নমুনা ৷ রিপোর্ট পজ়িটিভ এসেছে 2 হাজার 127 জনের ৷ আক্রান্তদের মধ্যে ফের 41 জন সুস্থ হওয়ার পরেও আক্রান্ত হয় ৷ 69 হাজার 355 জনের নেগেটিভ এসেছে ৷ এছাড়া 618 জনের নমুনা বাতিল হয়েছে ৷

এদিন যে 105 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ তাদের মধ্যে বর্ধমান পৌরসভায় 20 জন, দাইহাট পৌরসভায় 2 জন, কাটোয়া পৌরসভায় 6 জন, কালনা পৌরসভায় 4 জন, মেমারি পৌরসভায় 1 জন, আউশগ্রাম 2 ব্লকে 2 জন, ভাতার ব্লকে 2 জন, বর্ধমান 1 ব্লকে 15 জন, বর্ধমান 2 ব্লকে 4 জন, গলসি 1 নম্বর ব্লকে 6 জন, জামালপুর ব্লকে 2 জন, কালনা 1 ব্লকে 2 জন, কালনা 2 ব্লকে 3 জন, কাটোয়া 1 ব্লকে 5 জন, কেতুগ্রাম 2 ব্লকে 1 জন, খণ্ডঘোষ ব্লকে 3 জন, মেমারি 1 ব্লকে 9 জন, মেমারি 2 ব্লকে 6 জন, পূর্বস্থলী 1 ব্লকে 4 জন, পূর্বস্থলী 2 ব্লকে 6 জন ও রায়না 1 ব্লকে 2 জন আক্রান্ত ৷

আক্রান্তদের মধ্যে 17 জনের শরীরে এদিন উপসর্গ মিলেছে ৷ 88 জন উপসর্গহীন ৷ অন্যদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, 29 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে ৷ 2 জন ভিন জেলা এবং 2 জন এসেছেন ভিন রাজ্য থেকে ৷ 72 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details