মঙ্গলকোট, 23 অগস্ট : মঙ্গলকোট ব্লকের লাখুড়িয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি অসীম দাসের ঘটনায় গতকাল শেখ রিপনকে গ্রেফতার করে সিআইডি ৷ ঘটনার তদন্তে সিআইডি জানতে পারে, অসীম দাস যে খুন হয়েছিলেন, তাতে মাস্টার মাইন্ড ছিল শেখ রাজু। পেশায় কাঠমিস্ত্রি হলেও রাজু অস্ত্রের কারবার করত বলে তদন্তকারীদের অনুমান ৷
সিআইডি দিল্লি থেকে শেখ রাজুকে গ্রেফতার করে ৷ পরে জিজ্ঞাসাবাদে উঠে আসে রাজু অসীম দাসকে খুন করার জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছিল শেখ বাবুলকে। শেখ বাবুল একজন সুপারি কিলার। রাজু গ্রেফতার হলে শেখ বাবুলের নাম জানতে পারেন গোয়েন্দারা। এরপরে বাবুলকে বোলপুরে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ৷
প্রসঙ্গত, গত 12 জুলাই কাশেমনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চলের সভাপতি অসীম দাস ৷ পরিবারের লোকেদের ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেসের দিকেই। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই খুনের ঘটনায় বিজেপির দুষ্কৃতীরাই যুক্ত আছে । একথা মানতে চায়নি গেরুয়া শিবির ৷ তাদের মতে, এ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল ৷