গড়বেতা, 22 নভেম্বর: প্রেমের সম্পর্কে রাজি না হওয়ায়, মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে ছাত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে । এই ঘটনায় আহত হয়েছেন ওই ছাত্র্রী ও তাঁর বাবা । অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷
মেয়েকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয়েছেন ওই ছাত্রীর বাবাও । তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গড়বেতা হাসপাতালে । আহত ছাত্রীর বয়স 16 বছর । অভিযুক্তের নাম গোবিন্দ বিশ্বাস, তাঁর 21 বছর বয়স । বাড়ি গোয়ালতোড় থানার খড়কাটা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ । এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা । স্কুলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা ।
জানা গিয়েছে, বুধবার গড়বেতার রসকুণ্ডু হাইস্কুলে ইংরেজি পরীক্ষা ছিল । যথারীতি অন্যান্য ছাত্রীদের সঙ্গে এ দিন এই দশম শ্রেণির ছাত্রী পরীক্ষার হলে ঢোকে । তাকে স্কুলে ছাড়তে এসেছিলেন তার বাবা । অভিযোগ, এর পরই ওই ছাত্রীকে ছুরি দেখিয়ে টানতে টানতে নিয়ে যেতে থাকে এক তরুণ । আশপাশের ছাত্রী ও শিক্ষকরা হতভম্ব হয়ে যান । তাঁরা ওই ছাত্রীকে বাঁচাতে গেলে তাঁদেরও ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ ।