মেদিনীপুর, 4 জানুয়ারি: একদিকে সংসার চালাতে গ্রিলের কাজ আর অপরদিকে পরিবেশের ভারসাম্য় রক্ষার্থে গাছ বাঁচানোর নেশা ৷ শুধু গাছ নয়, জঙ্গলের সঙ্গে জড়িত বন্যপ্রাণী ও পশু-পাখিদের রক্ষা করায় তাঁর মূল উদ্দেশ্য । আর তার জন্যই জঙ্গলে গাছেদের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে বেড়ান উচ্চমাধ্যমিক পাস যুবক দেবরাজ চক্রবর্তী (Paschim Medinipur Youth with his Friends Take Unique Initiative to Save the Environment) ৷
জঙ্গলমহল হিসেবে পরিচিত মেদিনীপুর (Paschim Medinipur News) সংলগ্ন জঙ্গলে সম্প্রতি আগুন লাগিয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতী । যাদের উদ্দেশ্য ছোট বড়-সহ সকল গাছ নষ্টের পাশাপাশি জঙ্গলের প্রাণীদের মেরে ফেলা । অনেকে আবার শুকনো গাছে আগুন লাগিয়ে বন পরিষ্কার করতে চায় ৷ আর এই পরিষ্কারের নাম করে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য । অন্যদিকে জমিতে ন্যাড়া পোড়ালেও পরিবেশ দূষিত হয় ৷
এত কিছু ভেবেই গাছ এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত সকল অবলা বন্য প্রাণীদের বাঁচাতে অনন্য উদ্যোগ নেন মেদিনীপুর শহরের মহতাবপুরের বাসিন্দা দেবরাজ ৷ তাঁরই মতো পরিবেশপ্রেমী কিছু বন্ধুবান্ধব নিয়ে রাতারাতি গড়ে তোলেন একটি সংগঠন । নাম দেওয়া হয় ওয়াইল্ড অ্যান্ড আদার লাইভস ফাউন্ডেশন (Wild and Other Lives Foundation) ওরফে উলফ (WOLF) ৷ সবাইকে নিয়ে দেবরাজবাবু টোটোতে করে 3 হাজার প্ল্যাকার্ড ছাপিয়ে বেরিয়ে পড়েন জঙ্গলের উদ্দেশ্যে ।