শালবনী, 2 অগস্ট:প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে কলকাতায়, ঠিক জঙ্গলমহলে ফিরল যাদবপুরের-স্মৃতি । 2012 সালে মুকুল-মমতার কার্টুন বানিয়ে গ্রেফতার হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র । এবার মন্ত্রী শ্রীকান্ত মাহাতর মুখ সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বসিয়ে মিম বানিয়ে জঙ্গলমহলে আটক হল যুবক । তাঁর ফোনটিও বাজেয়াপ্ত করা হয় । তবে গ্রামবাসীদের বিক্ষোভের মুখেই শেষপর্যন্ত ওই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ (Youth detained in Salboni for making Meme of Partha-Arpita) ।
পার্থ-অর্পিতা ইস্যুতে উত্তাল গোটা রাজ্য । এরমধ্যেই শালবনীতে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মুখের বদলে অভিযুক্ত পার্থের মুখ বসিয়ে পোস্ট । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় । এরপরই সূত্র অনুযায়ী, মন্ত্রীর অনুগামীদের মৌখিক অভিযোগ পাওয়ার পরই শালবনী থানার তরফে দক্ষিণশোল গ্রামের এক যুবককে গত শুক্রবার রাতে আটক করে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদও শুরু হয় । কিন্তু পরদিনই গ্রামবাসীদের মধ্যে চাউর হয়ে যাওয়ায় তাঁদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ । বিক্ষোভের জেরে শেষপর্যন্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বাধ্য হয় তাঁরা । তবে তাঁর ফোনটি আটক করে রাখা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ ।