পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha-Arpita Meme: ফিরল অম্বিকেশ-স্মৃতি, পার্থ-অর্পিতার মিম বানিয়ে জঙ্গলমহলে আটক যুবক - Youth detained in Salboni

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যখন রাজনৈতিক বাতাবরণ শহর কলকাতায় ঠিক তখনই জঙ্গলমহলের মন্ত্রী শ্রীকান্ত মাহাতর মুখ সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বসিয়ে মিম করে চাঞ্চল্য ছড়াল এক যুবক । এই ঘটনায় পুলিশ যুবককে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে তাঁর ফোনটি বাজেয়াপ্ত করেছে (Youth detained in Salboni) ।

Salboni
মন্ত্রীর মুখ সরিয়ে অভিযুক্ত পার্থের মুখ বসিয়ে মিম

By

Published : Aug 2, 2022, 11:34 AM IST

শালবনী, 2 অগস্ট:প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে কলকাতায়, ঠিক জঙ্গলমহলে ফিরল যাদবপুরের-স্মৃতি । 2012 সালে মুকুল-মমতার কার্টুন বানিয়ে গ্রেফতার হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র । এবার মন্ত্রী শ্রীকান্ত মাহাতর মুখ সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বসিয়ে মিম বানিয়ে জঙ্গলমহলে আটক হল যুবক । তাঁর ফোনটিও বাজেয়াপ্ত করা হয় । তবে গ্রামবাসীদের বিক্ষোভের মুখেই শেষপর্যন্ত ওই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ (Youth detained in Salboni for making Meme of Partha-Arpita) ।

পার্থ-অর্পিতা ইস্যুতে উত্তাল গোটা রাজ্য । এরমধ্যেই শালবনীতে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মুখের বদলে অভিযুক্ত পার্থের মুখ বসিয়ে পোস্ট । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় । এরপরই সূত্র অনুযায়ী, মন্ত্রীর অনুগামীদের মৌখিক অভিযোগ পাওয়ার পরই শালবনী থানার তরফে দক্ষিণশোল গ্রামের এক যুবককে গত শুক্রবার রাতে আটক করে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদও শুরু হয় । কিন্তু পরদিনই গ্রামবাসীদের মধ্যে চাউর হয়ে যাওয়ায় তাঁদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ । বিক্ষোভের জেরে শেষপর্যন্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বাধ্য হয় তাঁরা । তবে তাঁর ফোনটি আটক করে রাখা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ ।

আরও পড়ুন: দশদিনের ব্যবধানে একই মেরুতে বিজেপি বিরোধী পার্থ-সঞ্জয়

এই ঘটনার নিন্দা করেছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো । তিনি বলেন, এইভাবে কারও সম্মান নিয়ে খেলা করা উচিত নয় । তবে পুরো ঘটনা এখনও আমি সঠিক জেনে উঠিনি । এই ঘটনা আমার কর্মীরা জেনেছে, তাঁরাই থানায় অভিযোগ করেছে । তার ভিত্তিতে ওই যুবককে পুলিশ আটকও করেছিল । এরপর আমি খোঁজখবর নেব । তবে কিছু পাড়ার মানুষ রয়েছে যারা প্রতিহিংসা জন্য এইসব করে থাকে । পুলিশকে বলব, ব্যবস্থা নেওয়ার জন্য ।

ABOUT THE AUTHOR

...view details