ঘাটাল, 7 মে :শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা আদালত চত্বরে ঘটল এক অদ্ভুত ঘটনা (Young Man arrested in Ghatal while waiting to hit a judge) ৷ দেখা গেল ইট হাতে দাঁড়িয়ে রয়েছে এক যুবক ৷ অতিরিক্ত দায়রা আদালতের বিচারককে মারবেন তিনি, এমনই দাবি তাঁর । কিন্তু কেন বিচারককে মারবেন তিনি !
সূত্র অনুযায়ী, ধৃত যুবকের স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলার আদালতের তরফে কপি না-পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড করেছেন তিনি । ধৃত যুবকের নাম প্রীয়রঞ্জন বসু ৷ চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার বাসিন্দা তিনি (Ghatal Sub Divisional Court) ।
ইট হাতে বিচারককে মারতে ঘাটাল মহকুমা আদালতে অপেক্ষারত যুবক জানা গিয়েছে, আদালত চত্বরে বিচার প্রার্থীদের ভিড়ের মধ্যে এক যুবক নজরকাড়ে আইনজীবীদের । তাঁরা দেখেন অতিরিক্ত জেলা বিচারককের এজলাসের প্রধান গেটের সামনে মোটরবাইক আটকে রেখেছে এক যুবক । বিচারকের প্রধান গেটে কেন মোটরবাইক দাঁড় করিয়ে আটকানো রয়েছে তা জানতে গেলে তখনই নজরে আসে, লম্বা-চওড়া ফর্সা টি-শার্ট পরা এক যুবকের হাতে রয়েছে একটি বড় ইট । কেন ইট হাতে দাঁড়িয়ে আছে আদালতের আইনজীবীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে যুবকের দাবি, তিনি এই ইট দিয়ে মারবেন অতিরিক্ত জেলা বিচারক সঞ্জয় শর্মাকে । যুবককে বোঝাতে গেলে তাঁর সুর চড়া হয়, আর তারপরই এই ঘটনা জানাজানি হতেই আইনজীবী থেকে শুরু করে বিচারকরা সকলে দ্রুত ফোন করেন ঘাটাল থানায় ।
ইট হাতে বিচারককে মারতে ঘাটাল মহকুমা আদালতে অপেক্ষারত যুবক গ্রেফতার আরও পড়ুন :Chandrakona Neighbour Attack : গাছের মালিককে কাটারির কোপ প্রতিবেশীর
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ । ইট হাতে দাঁড়িয়ে থাকা ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ । ধৃতকে আজ তোলা হয় ঘাটাল আদালতে । পুলিশ ইতিমধ্যে ধৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে ।