পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার জেরে বন্ধ গাজন, উৎসবের টাকায় দুস্থদের সাহায্য যাদব গোপ সমিতির - medinipur

অন্যান্য উৎসবের মতো কোরোনার জেরে বন্ধ হয়েছে এবছরের গাজন উৎসবও । পশ্চিম মেদিনীপুরের যাদব গোপ সমিতি তাঁদের গাজনের টাকা দিয়ে সাহায্য করলেন দুস্থদের । লকডাউনে কাজ হারানো, না খেতে পাওয়া সকলের হাতেই তুলে দিলেন খাদ্য় সামগ্রী ।

medinipur
medinipur

By

Published : Apr 26, 2020, 3:10 PM IST

মেদিনীপুর, 26 এপ্রিল : কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে পালিত হয়নি শতাধিক বছরের প্রাচীন যাদব গোপ সমিতির গাজন উৎসব । তাই উৎসবের টাকা নিয়ে এবার দুস্থদের পাশে দাঁড়ালেন যাদব গোপ সমিতির সদস্যরা । এলাকার দুস্থদের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় খাদ্য়সামগ্রী ।

মেদিনীপুর শহরে যে কয়েকটি গাজন উৎসব হয়, তারমধ্যে অন্যতম মির্জাবাজার গোয়ালাপাড়া যাদব গোপ সমিতির গাজন উৎসব। 100 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে এই গাজন । পূর্বপুরুষ ধরে সমস্ত রীতিনীতি মেনে ভক্তদের ঝুলন উৎসব, আগুন ভাঙা থেকে শুরু করে মেলা সবকিছুই বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় । এই উৎসবের বাজেট থাকে লক্ষাধিক টাকা । প্রতি বছরের মতো এবছরও গাজন উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনার জেরে আর পাঁচটা উৎসবের মতো ভেস্তে যায় গাজন উৎসবও । এই গাজনের জন্য তোলা লক্ষাধিক টাকা দিয়েই চাল, ডাল, মুড়ি, আলু, সাবান কিনে দুস্থদের দান করলেন যাদব সমিতির সদস্যরা । এছাড়াও দিন আনা দিন খাওয়া মানুষজন যাঁরা এই কোরোনায় কাজ হারিয়েছেন, তাঁদেরও হাতেও খাদ্য়সামগ্রী তুলে দেওয়া হয় ।

যাদব সমিতির সম্পাদক অলোক দাস এবিষয়ে বলেন, "আমরা প্রতিবছর জাঁকজমক করে এই তিন থেকে চারদিন গাজন উৎসব পালন করি । এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় মেলাও বসে। বহু মানুষ আসে এখানে । ভক্তদের ঝুলন, আগুন ভাঙা দেখতে নানা এলাকা থেকে ভিড় জমান মানুষজন । এবারও আয়োজন করা হয়েছিল । কিন্তু লকডাউনের জেরে মানুষ এখন গৃহবন্দী । এই অবস্থায় অনেকে কাজও হারিয়েছেন । দু'বেলা খাওয়ার মতো টাকা নেই তাঁদের কাছে । আমরা এবারের বাজেটের পুরো টাকায় চাল, ডাল, আলু কিনে এলাকার দুস্থ মানুষদের মধ্যে বিলি করলাম । যাতে তাঁরা অন্তত দু'বেলা-দু'মুঠো খেতে পান । আগামীদিনেও মানুষের প্রয়োজনে আমরা পাশে আছি ।"

ABOUT THE AUTHOR

...view details