চন্দ্রকোনা, 15 জুলাই: মাথায় গভীর ক্ষত, ধারালো কোনও বস্তু দিয়ে শরীরে একাধিকবার আঘাতের চিহ্ন ৷ সাতসকালে বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জাড়া পঞ্চায়েতের তাতালপুর গ্রামে (Wounded Body of an Old Man Recovered in Chandrakona) ৷ ওই গ্রামেরই বাসিন্দা সনাতন সাঁতরার দেহ বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন এলাকায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সনাতন সাঁতরাকে ৷ তাঁর মাথা এবং শরীর থেকে রক্ত বের হচ্ছিল ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ এই ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কেউ বা কারা ভারী কোনও বস্তু দিয়ে সনাতনের মাথায় আঘাত করেছে ৷ শরীরেও একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে ৷ মনে করা হচ্ছে, ধারাল কোনও অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে ৷