ঘাটাল, 4 নভেম্বর: চোলাই খেয়ে জলে পড়ে মৃত্যু হল পরেশ বরদোলই (54) নামে এক ব্যক্তির ৷ এই ঘটনার পরই উত্তেজিত জনতা চোলাইয়ের ঠেক ভেঙে দিল ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায় (Women Protest out side of Liquor Shop at Ghatal)।
প্রতিদিন চলত চোলাইয়ের ঠেক আর সেই চোলাই বিক্রির প্রতিবাদ করলেই জুটত হুমকি । কিন্তু এই চোলাই মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা, চলে ভাঙচুর । এই চোলাই ঠেক ভেঙে দেন প্রমিলাবাহিনী । এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায় । জানা যায়, ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সামনে রাস্তার ধারে একটি টিনের চালা ভেঙে গুঁড়িয়ে দিল এলাকার মহিলারা ।
ক্ষিপ্ত মহিলারা গুঁড়িয়ে দিল মদের ঠেক তাঁদের অভিযোগ, এই টিনের চালায় দীর্ঘ কয়েক মাস ধরে চোলাই মদ বিক্রি হত । পথ চলতি মানুষজন তার প্রতিবাদ করলে তাদের ধমক দিত চোলাই মদ্যপানকারী ব্যক্তিরা । যার কারণে ওই রাস্তা দিয়ে কেউ চলাচল করতে পারতেন না । এদিন দুপুর নাগাদ কোন্নগর ফেরি এলাকার বাসিন্দা পরেশ বরদোলই চোলাইয়ের ঠেকে মদ্যপান করে, এরপর জলে পড়ে মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষজন । বৃহস্পতিবার সন্ধ্যায় লাঠি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় চোলাইয়ের ঠেক । স্থানীয় বাসিন্দারা চাইছেন এই বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করুক প্রশাসন । এই ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা ৷ যদিও পরবর্তীকালে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে নামতে হয় পুলিশকে ।
আরও পড়ুন:চোলাইয়ের ঠেক তোলার দাবিতে রাস্তা অবরোধ
স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ছটা থেকে রাত্রি দশটা-বারোটা অবধি চলে এই চোলাই মদের ঠেক । যেখানে ভিড় জমান গ্রামের কিছু মানুষজনসহ বাইরের বিভিন্ন ধরনের লোকজন । তারা গোটা রাস্তায় ঘিরেই এই ঠেক বসায় এবং চলে মদ্যপান । সকালবেলা থেকেই স্কুল কলেজ বাজার যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এই ঠেক । বারবার প্রতিবাদ করলেও সমস্যার সমাধান হয় না ।