হিজলি, 10 এপ্রিল : গ্রামের মধ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে চোলাই মদের কারবার, যার জেরে ঘরে ঘরে বেড়ে চলেছে চরম অশান্তি (Women Protest At Hijli)। চোলাই মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে মহিলাদের ৷ অগত্যা চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে একজোট হয়ে প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা।
চোলাই মদ খেয়ে দিনরাত অশান্তি লেগেই থাকে গৃহস্থের বাড়িতে। মদ্যপ স্বামীদের অত্যাচার সহ্য করতে না পেরে চোলাই মদের বিরুদ্ধে গ্রামের মহিলারা একত্রিত হয়ে একাধিকবার অভিযান চালালেও বন্ধ করতে পারেনি চোলাই মদের কারবার। অবশেষে চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ গ্রামের একাধিক মহিলা। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-1 ব্লকের মনোহরপুর-1 গ্রাম পঞ্চায়েতের হিজলি গ্রামে। এদিন দুপুর নাগাদ হিজলি গ্রামের 70-80 জন মহিলা নিরুপায় হয়ে প্রখর রোদকে মাথায় নিয়ে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি ও চন্দ্রকোনা-1 ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধ করতে হবে।