পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Women Protest At Hijli : চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হিজলি গ্রামের মহিলারা - চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হিজলি গ্রামের মহিলারা

ঘরে ঘরে বেড়ে চলেছে চরম অশান্তি। তাই চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে একজোট হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা (Women Protest At Hijli)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-1 ব্লকের হিজলি গ্রামে।

Women Protest At Hijli
চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হিজলি গ্রামের মহিলারা

By

Published : Apr 11, 2022, 11:33 AM IST

হিজলি, 10 এপ্রিল : গ্রামের মধ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে চোলাই মদের কারবার, যার জেরে ঘরে ঘরে বেড়ে চলেছে চরম অশান্তি (Women Protest At Hijli)। চোলাই মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে মহিলাদের ৷ অগত্যা চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে একজোট হয়ে প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা।

চোলাই মদ খেয়ে দিনরাত অশান্তি লেগেই থাকে গৃহস্থের বাড়িতে। মদ্যপ স্বামীদের অত্যাচার সহ্য করতে না পেরে চোলাই মদের বিরুদ্ধে গ্রামের মহিলারা একত্রিত হয়ে একাধিকবার অভিযান চালালেও বন্ধ করতে পারেনি চোলাই মদের কারবার। অবশেষে চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ গ্রামের একাধিক মহিলা। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-1 ব্লকের মনোহরপুর-1 গ্রাম পঞ্চায়েতের হিজলি গ্রামে। এদিন দুপুর নাগাদ হিজলি গ্রামের 70-80 জন মহিলা নিরুপায় হয়ে প্রখর রোদকে মাথায় নিয়ে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি ও চন্দ্রকোনা-1 ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধ করতে হবে।

আরও পড়ুন : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল

গ্রামের মহিলাদের দাবি, প্রায় এক বছর ধরে গ্রামের বেশ কিছু বাড়িতে চোলাই মদ এনে বিক্রি করা হচ্ছে ৷ এর ফলে, অল্পবয়সি ছেলে থেকে শুরু করে বাড়ির কর্তারা প্রতিনিয়ত চোলাই মদ খেয়ে এসে সংসারে অশান্তি করছেন। অতিষ্ঠ হয়ে অবশেষে বাড়ির মহিলারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details