নারায়ণগড়, 25 অগস্ট : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাত্র 500 টাকার জন্য রাজ্যের মহিলাদের ভিখিরি বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এই ধরনের মন্তব্য তিনি বারবারই করেছেন ৷ বিজেপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মহিলারা ৷ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খালিনাতে দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করলেন মহিলারা ।
গত 19 অগস্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, 500 টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারি বানিয়ে ছেড়েছেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার এই মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড় ব্লকের খালিনাতে হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকারের শিবিরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখালেন ক্যাম্পে যোগ দেওয়া মহিলারা । তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, 'ছিঃ ! দিলীপ ঘোষ ছিঃ ! আমরা গরিব কিন্তু ভিখারি নই ।' এই পোস্টার নিয়েই মিছিল করেন তাঁরা ৷ তারপর দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয় ।
বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, "বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অসম্মান করতে গিয়ে মহিলাদেরও অসম্মান করেছেন । আমরা মহিলারা ভিখারি ? এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা ।"