পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চন্দ্রকোনায় পণের দাবিতে স্ত্রীকে খুনের অভিযোগ - murder at chandrakona

পশ্চিম মেদিনীপুরে পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । তাঁকে আটক করা হয়েছে ৷

ছবি
ছবি

By

Published : Dec 14, 2020, 3:38 PM IST

চন্দ্রকোনা 14 ডিসেম্বর : পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । যদিও মৃতার ভাইয়ের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন তাঁর জামাইবাবু । তাই দিদির সঙ্গে প্রায়ই গন্ডগোল হত । আর তার জেরেই খুন বলে অভিযোগ ।

ঘটনাস্থান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যদুপুর গ্রাম । মৃতের নাম অর্চনা বেরা । তাঁর বাপের বাড়ি ঘাটাল থানার কাটান গ্রামে ৷ বছর কুড়ি আগে বিয়ে হয় অর্চনার । তাঁর এক ছেলে ও মেয়ে রয়েছে ৷ ছেলে ভিনরাজ্যে কাজ করে ৷ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ।

পণের দাবিতে স্ত্রীকে খুন

আজ সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে ঘরে ঢুকে খাটের উপর অর্চনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে তাকতে দেখেন । এরপরই খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ এসে বাড়ির চিলেকোঠা থেকে আটক করেন তাঁর স্বামী তারকনাথ বেরাকে । পুলিশের প্রাথমিক অনুমান, লাঠি দিয়ে মাথায় আঘাত করাতেই মৃত্যু হয়েছে অর্চনার । ঘটনাস্থান থেকে লাঠিটিও উদ্ধার করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ।

যদিও এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না এবং আরও অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details