দাসপুর, 20 জুন : স্ত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনায় শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধেও যুক্ত থাকার অভিযোগ ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধরমপুর গ্রামের ঘটনায় এমনই অভিযোগ করেছে নিহত গৃহবধূ গীতা সাঁতরার মেয়ে ৷ ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির সবাই ৷ শুধুমাত্র নিহতের দেওরকে গ্রেফতার করতে পেরেছে দাসপুর থানার পুলিশ ৷ ঘটনার প্রতিবাদে গতকাল রাত থেকে ধরমপুরে শ্বশুরবাড়ির উঠোনে নিহত গীতাদেবীর দেহ রেখে বিক্ষোভ দেখায় তাঁর বাপের বাড়ির সদস্যরা ৷
নিহত গীতা সাঁতরার দুই মেয়ে রয়েছে ৷ তার এক মেয়ে অভিযোগ করেছে, গত 11 জুন সকাল থেকে তাঁর মায়ের উপর অত্যাচার শুরু হয় ৷ সে অভিযোগ করেছে, তার বাবা তপন সাঁতরা এবং বাড়ির অন্যরা মিলে ব্যাপক মারধর করে মাকে ৷ গত তিনবছর ধরেই এই অত্যাচার চলছিল ৷ কিন্তু, 11 জুন বিষয়টি হাতের বাইরে চলে যায় ৷ ওইদিন দুপুরে গীতা সাঁতরাকে মারধরের সঙ্গে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে তাঁর মেয়ে ৷ বিষয়টি গীতাদেবী বাপের বাড়িতে জানানো হলে, তাঁরা দাসপুর থানার মদতে তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করেন ৷ এর পর 18 জুন, হাসপাতালেই মৃত্যু হয় গীতা সাঁতরার ৷