চন্দ্রকোনা, 30 আগস্ট: ধানের জমি থেকে মহিলার গলাকাটা দেহ উদ্ধার হল চন্দ্রকোনায় । দেহটি সেখানে কোথা থেকে এল বা কী কারণে মহিলার গলাকাটা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ । বুধবার সকালে দেহটি মিলেছে চন্দ্রকোনা থানার কুঁয়াপুর সংলগ্ন বাঁদরখালিতে । এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কুঁয়াপুর থেকে বালা যাওয়ার গ্রামীণ রাস্তার ধারে ধান জমিতে পড়ে থাকতে দেখা যায় ওই গলাকাটা রক্তাক্ত দেহটিকে ৷ প্রতিদিনকার মতো এ দিনও এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল কিছু মানুষ । সেসময় রাস্তার ধারে ধানের জমিতে দেহটি নজরে আসে তাদের ৷ ঘটনা জানাজানি হতেই ভিড় জমে যায় আশপাশের এলাকায় মানুষজনের । শোরগোল পড়ে যায় এলাকায় । এই ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় । খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় । তারপর দেহটি আধিকারিকরা উদ্ধার করে নিয়ে যান ৷