ডেবরা, 11 জুলাই: ডাইনি (Witchcraft) অপবাদে মারধর, জরিমানা ৷ অতিষ্ঠ হয়ে ঘরছাড়া হতে হল গোটা একটি পরিবারকে । অভিযোগ, সালিশি সভা ডেকে ডাইনি অপবাদে ওই পরিবারের এক মহিলাকে মারধর করা হয়, তাঁকে জরিমানা করা হয় ৷
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার (Debra) ঘটনা ৷ এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভা ডেকে চলল বেধড়ক মারধর । জরিমানার টাকা দিতে না পারায় ওই পরিবারকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় ৷ কোনওক্রমে গ্রাম থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ওই পরিবার । কারও থেকে কোনওরকম সহযোগিতা না পেয়ে তারা ডেবরা থানায় হাজির হয়ে অভিযোগ জানায় ৷
ডেবরা হাসপাতালে চিকিৎসা করাতে হয় আক্রান্তকে ৷ তিনি আর পরিবারকে নিয়ে গ্রামে ফিরতে চাইছেন না । এই ঘটনায় ডেবরা ব্লকের 9 নম্বর ষাঁড়পুর-লোয়াদা গ্রামপঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । আক্রান্ত মহিলার নাম চাঁদমণি মুর্মু (34)। তাঁর পরিবারে আছেন নাবালক পুত্র ও অসুস্থ স্বামী সনাতন মুর্মু । গত মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরেছেন সনাতন । তারপরই তাঁর স্ত্রীর নামে ডাইনি অপবাদে জরিমানা ধার্য করা হয় ।
আরও পড়ুন:করোনা বিধিনিষেধের মধ্যেই পার্ক স্ট্রিটের হোটেলে নাচ-গান, গ্রেফতার 37