পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভায় মারধর, আতঙ্কে ঘরছাড়া ডেবরার পরিবার - ডেবরার খবর

ডাইনি (Witchcraft) অপবাদ দিয়ে সালিশি সভা ডেকে বেধড়ক মারধর করা হল এক মহিলাকে ৷ আতঙ্কে সপরিবার ঘরছাড়া হয়েছেন তিনি ৷ পশ্চিম মেদিনীপুরের ডেবরার (Debra) ঘটনা ৷

Woman beaten at debra on suspicion of witchcraft
ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভায় মারধর, আতঙ্কে ঘরছাড়া ডেবরার পরিবার

By

Published : Jul 11, 2021, 8:09 PM IST

ডেবরা, 11 জুলাই: ডাইনি (Witchcraft) অপবাদে মারধর, জরিমানা ৷ অতিষ্ঠ হয়ে ঘরছাড়া হতে হল গোটা একটি পরিবারকে । অভিযোগ, সালিশি সভা ডেকে ডাইনি অপবাদে ওই পরিবারের এক মহিলাকে মারধর করা হয়, তাঁকে জরিমানা করা হয় ৷

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার (Debra) ঘটনা ৷ এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভা ডেকে চলল বেধড়ক মারধর । জরিমানার টাকা দিতে না পারায় ওই পরিবারকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় ৷ কোনওক্রমে গ্রাম থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ওই পরিবার । কারও থেকে কোনওরকম সহযোগিতা না পেয়ে তারা ডেবরা থানায় হাজির হয়ে অভিযোগ জানায় ৷

ডেবরা হাসপাতালে চিকিৎসা করাতে হয় আক্রান্তকে ৷ তিনি আর পরিবারকে নিয়ে গ্রামে ফিরতে চাইছেন না । এই ঘটনায় ডেবরা ব্লকের 9 নম্বর ষাঁড়পুর-লোয়াদা গ্রামপঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । আক্রান্ত মহিলার নাম চাঁদমণি মুর্মু (34)। তাঁর পরিবারে আছেন নাবালক পুত্র ও অসুস্থ স্বামী সনাতন মুর্মু । গত মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরেছেন সনাতন । তারপরই তাঁর স্ত্রীর নামে ডাইনি অপবাদে জরিমানা ধার্য করা হয় ।

আরও পড়ুন:করোনা বিধিনিষেধের মধ্যেই পার্ক স্ট্রিটের হোটেলে নাচ-গান, গ্রেফতার 37

দিনমজুরিতে সংসার চলে যে পরিবারের, তাদের জরিমানা করেন গ্রামের মাতব্বররা ৷ সেই টাকা দিতে পারবে না বলায় মোড়লরা এক হয়ে সালিশি সভার ডাক দেন । সেখানেই ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ । বর্তমানে গোটা পরিবার ঘরছাড়া । ডেবরা থানা অভিযোগ নেওয়ার পর এলাকায় পুলিশ গিয়ে ঘটনাস্থলে টহল দিয়ে আসে । যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ।

যদিও এক গ্রামবাসীর দাবি, "গ্রামে একটি হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত । আমি সনাতনের স্ত্রীকে গালিগালাজ করি । তখন ও বলে পাঁচ দিনের মধ্যে তোর ছেলে মরে যাবে । তখন আমি ওকে বলেছিলাম, তুই মানুষ নাকি ডাইনি ? এর বেশি আর কিছু হয়নি । কোনও সালিশি হয়নি ।"

আরও পড়ুন:কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি

ডাইনি অপবাদে ঘরছাড়া

একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী আমাদের সমাজ ৷ ডাইনি অপবাদে মারধর ও সালিশি সভা ডেকে শাস্তিবিধানের ঘটনা এখনও নানা জায়গায় ঘটছে ৷ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকা থেকে প্রায়ই এমন খবর আসে । এ ক্ষেত্রে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে দাবি এলাকার মানুষজনের ।

ABOUT THE AUTHOR

...view details