পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মাধক্ষ্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জেলা পরিষদ সদস্যার - প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমূল্য মাইতি । ঘটনাটি হতাশাজনক বলে দাবি করেছেন তিনি । বলেন, তাঁকে ফাঁসাতে এই চক্রান্ত করা হয়েছে ।

Debra Zilla Parishad official
অমূল্য মাইতি

By

Published : Aug 14, 2020, 7:36 PM IST

Updated : Aug 15, 2020, 1:39 PM IST

ডেবরা, 14 অগাস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন জেলা পরিষদেরই এক সদস্যা । অভিযোগ অস্বীকার করেছেন অমূল্যবাবু । ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ ।

জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ তুলেছেন খাদ্য দপ্তরের স্থায়ী সমিতির এক সদস্যা । ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । অভিযোগ, কয়েকদিন আগে পারিবারিক সমস্যা নিয়ে অমূল্যবাবুর দ্বারস্থ হন ওই মহিলা । সেই সময় তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । ঘটনাটি জেলা নেতৃত্বের কাছে বারবার জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি । তাঁর কথায়, দলের থেকে কোনও সাহায্য না পেয়ে চলতি সপ্তাহেই ডেবরা থানা ও মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন । অভিযোগের ভিত্তিতে অমূল্য মাইতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 বি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ । তদন্তভার দেওয়া হয়েছে ডেবরার SDPO সমীর অধিকারীকে । যদিও এবিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি অভিযোগকারী । তিনি তপশিলি জনজাতিভুক্ত হওয়ায় অমূল্যবাবুর বিরুদ্ধে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট, 1989 আইনেও মামলা দায়ের করা হয়েছে ।

দেখুন কী বললেন অমূল্য মাইতি

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমূল্য মাইতি । গোটা ঘটনাটি হতাশাজনক বলে দাবি করেঠেন তিনি । বলেন, তাঁকে ফাঁসাতে এই চক্রান্ত করা হয়েছে । এমন কোনও ঘটনার সঙ্গে তিনি জড়িত নন ।

এনিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল নেতৃত্ব । বিষয়টির নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছে জেলা BJP-র সহ সভাপতি শুভজিৎ রায় ।

Last Updated : Aug 15, 2020, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details