পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কামদুনি, পার্কস্ট্রিটের ধর্ষকদের এনকাউন্টার করা উচিত : সায়ন্তন - BJP

কামদুনি, পার্কস্ট্রিটে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্তদের এনকাউন্টার করে দেওয়া উচিত । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন BJP নেতা সায়ন্তন বসু ।

parkstreet and kamduni acused should encounter
সায়ন্তন বসু

By

Published : Dec 7, 2019, 10:37 PM IST

চন্দ্রকোনা, 7 ডিসেম্বর : ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দোষীদের এনকাউন্টারে মেরে দেওয়া উচিত বলে মনে করেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন সায়ন্তন বসু ৷ সেখানে তাঁকে হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ উত্তরে এই BJP নেতা বলেন, "পর্যান্ত প্রমাণ থাকলে ধর্ষকদের এনকাউন্টার করা উচিত ৷আমার মনে হয় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হায়দরাবাদ পুলিশের নেওয়া পথই শ্রেষ্ঠ ৷ উত্তরপ্রদেশেও অপরাধ কমানোর জন্য এনকাউন্টার সেল চালু করেছে সেরাজ্যের সরকার ৷ আমি মনে করি, এনকাউন্টার নীতিকে সবার স্বাগত জানানো উচিত । কিন্তু উপযুক্ত প্রমাণ যেন থাকে সেটা নজরে রাখতে হবে ।"

দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে সায়ন্তন বলেন, "পুলিশের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে । পুলিশ বয়ান দিয়েছে, অভিযুক্তরা পালানোর চেষ্টা করেছিল । এধরনের ঘটনার ক্ষেত্রে ক্ষমার কোনও স্থান থাকা উচিত নয় ৷" তারপরই এরাজ্যের প্রসঙ্গে বলতে গিয়ে কামদুনি ও পার্কস্ট্রিট ধর্ষণের বিষয়টি উত্থাপন করেন সায়ন্তুন৷ বলেন, "পার্কস্ট্রিট ও কামদুনিতে যে ঘটনা ঘটেছিল তা ভয়াবহ ৷ অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছে ৷ তাদের এখনই এনকাউন্টার করা উচিত ৷"

একই সঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তন বসু বলেন, "BJP-র সারা দেশে যে শক্তি আছে তা যদি একত্রিত করা হয় তাহলে তিন মাসে তৃণমূলকে তুলে দেওয়া যাবে ৷" একই সঙ্গে তৃণমূলকে সমঝে চলার পরামর্শও দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details