খড়গপুর, 13 জুলাই: জিতেছিলেন সিপিএমের টিকিটে। তারপরই যোগ দিলেন তৃণমূলে ৷ পশ্চিম মেদিনীপুরের বড়কলা পঞ্চায়েতের সিপিএমের জয়ী সিপিএম প্রার্থী আফরোজা বেগমে ভোট মিটতে না মিটতেই যোগ দিলেন শাসক শিবিরে ৷ আর তার জেরে যাদুসংখ্যা পেয়ে বড়কলা গ্রাম পঞ্চায়েত দখলে নিল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ আসনে তৃণমূল জয় লাভ করলেও খড়্গপুরের কয়েকটি জায়গায় বিরোধীরা জিতেছে ৷
খড়গপুর গ্রামীণের বড়কলা গ্রাম পঞ্চায়েতের 30টি আসনের মধ্যে 14টি পেয়েছিল তৃণমূল । এছাড়া বিজেপি 13, নির্দল 2, সিপিএম 1টি করে আসনে জেতে । এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে সিপিএমের জয়ী প্রার্থী অনুগামীদের নিয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। আর তার জেরে সংখ্যাগরিষ্ঠ হয়েছে তৃণমূল।
শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ফলাফলও ইতিমধ্যেই প্রকাশিত ৷ রাজ্যের প্রায় সমস্ত জেলায় শাসক দল বড় ব্যবধানে জিতেছে । তবে পশ্চিম মেদিনীপুরের বড়কলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ফলাফল ঘোষণার পর গ্রাম পঞ্চায়েত গঠনের পর্যাপ্ত সংখ্যা না-থাকায় অস্বস্তিতে ছিল শাসক শিবির। নির্দল প্রার্থীরা বিজেপির সঙ্গে মিলে যে কোনও মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের দখল নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল ।