পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband kills wife: বৌদির সঙ্গে পরকীয়ায় বাধা, স্ত্রীকে খুন স্বামীর ! পলাতক শ্বশুরবাড়ির লোকেরা - স্বামীর পরকীয়া

বৌদির সঙ্গে পরকীয়ায় (husband's extra marital affaire) বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Husband kills wife)৷ পলাতক অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকেরাও ৷ শালবনির ঘটনা (Salboni murder case)৷

wife, who protests over husband's extra marital affaire with sister in law, allegedly killed
বৌদির সঙ্গে পরকীয়ায় বাধা, স্ত্রীকে খুন স্বামীর ! পলাতক শ্বশুরবাড়ির লোকেরা

By

Published : Apr 8, 2022, 10:11 AM IST

শালবনি, 7 এপ্রিল : স্বামী তার বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত (husband's extra marital affair) সম্পর্কে জড়িয়েছে বলে জানতে পেরেছিলেন গৃহবধূ (Husband kills wife)৷ সেই নিয়ে প্রতিবাদ করার জন্য তাঁকে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে বলে অভিযোগ উঠেছে ৷ বুধবার রাতে শালবনি থানার মেগাখাম গ্রামে ঘটনাটি ঘটে । মৃতার নাম ববিতা রায় (27)। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী প্রকাশ ঘোষকে আটক করা গেলেও শ্বশুর, শাশুড়ি, ভাসুর-জা-সহ সবাই বেপাত্তা । ঘটনার তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ (Salboni murder case)।

আরও পড়ুন:Son kills Father : সামসেরগঞ্জে সম্পত্তির জন্য বাবাকে খুন করল ছেলে

জানা গিয়েছে, 2011 সালের 14 অগস্ট শালবনির মেগাখামের বাসিন্দা প্রকাশ ঘোষের সঙ্গে বিয়ে হয় মেদিনীপুরের আমতলার বাসিন্দা লালু রায়ের মেয়ে ববিতার । মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকা পয়সার জন্য মেয়ের উপর অত্যাচার চালাত শ্বশুর বাড়ির লোকেরা । তারই মধ্যে মৃতার স্বামী প্রকাশ ঘোষের সঙ্গে তার বৌদির বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় । যা জানতে পেরে প্রতিবাদ জানান ববিতা । অভিযোগ, এরপরই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে । বুধবার রাতে হঠাৎই মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, ববিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ।

আরও পড়ুন:Hariharpara Youth Killed : পরকীয়ায় বাধা, হরিহরপাড়ায় খুন বিশেষভাবে সক্ষম যুবক

ববিতার বাপের বাড়ির লোকেরা শালবনি থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতার পরিবারের তরফে শালবনি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় । পুলিশ প্রকাশকে আটক করলেও ঘটনার পর থেকেই পলাতক মৃতার শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জা । এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ববিতার পরিবারের লোকেরা । ঘটনার তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details