পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Wife Searching Missing Husband টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী

স্বামীকে খুঁজছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রতিমা রুইদাস (Wife Searching Missing Husband) ৷ তাঁর দাবি, ছ’মাস আগে তাঁর স্বামী টানা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছেন ৷ এখন স্বামীকে খুঁজে পেতে মরিয়া ওই মহিলা ৷

wife-searching-missing-husband-from-last-6-months-at-west-medinipur
Wife Searching Missing Husband টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী

By

Published : Aug 26, 2022, 8:23 PM IST

চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর), 26 অগস্ট : কোলে সন্তান ও চোখে জল ৷ এই নিয়েই ছ’মাস ধরে হন্যে হয়ে স্বামীকে খুঁজছেন স্ত্রী (Wife Searching Missing Husband) । চেনা-অচেনা যাঁকে সামনে পাচ্ছেন, তাঁকেই স্বামীর ছবি দেখাচ্ছেন ৷ আর জানতে চাইছেন, ‘‘এটা আমার স্বামী ৷ দেখেছেন কেউ? একটু বলুন না !’’

ওই মহিলার নাম প্রতিমা রুইদাস ৷ তাঁর স্বামী বাপি রুইদাস ৷ পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) চন্দ্রকোনার নতুন হাটের বাসিন্দা প্রতিমার দাবি, তাঁর স্বামী মাস ছয়েক আগে রাতের অন্ধকারে বাড়ি থেকে সোনা ও টাকা নিয়ে এক মহিলার সঙ্গে উধাও হয় । স্থানীয় থানায় গিয়েও হদিস মেলেনি স্বামীর । অন্যদিকে পেশায় গাড়ি চালক স্বামীর নামে একাধিক লোন (Loan) থাকায় বাড়িতে একের পর লোন পরিশোধের চিঠি আসছে । নিজস্ব কোনও আয়ের তেমন উৎস না থাকায় চরম আর্থিক অনটনে (Monitory Crisis) দিন কাটছে তাঁর ৷ পাশাপাশি তিনি মানসিক চাপে বিপর্যস্ত ৷

প্রতিমা ও বাপি রুইদাসের ঋণের নথি

প্রতিমা ও বাপির বছর চারেকের সন্তান রয়েছে ৷ সেই শিশুকে নিয়েই ঘুরছেন স্বামীর খোঁজে ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রাজনগরে অন্য এক মহিলার সঙ্গে বাপি সংসার পেতেছে বলে প্রতিমা জানতে পেরেছেন ৷ তাই তিনি ওই এলাকায় গিয়েও খোঁজ নিয়েছেন ৷ কিন্তু এখনও খোঁজ মেলেনি ৷ গ্রামবাসীদের দাবি, বাপির মতো দেখতে একজনকে ওই এলাকায় মাঝেমধ্যে দেখা যায় ৷ কিন্তু তিনি কোথায় থাকেন, তা কেউ জানে না ৷

স্বামীর খোঁজে প্রতিমা রুইদাস

প্রতিমা আপাতত পুলিশ-প্রশাসনের সাহায্যের অপেক্ষায় রয়েছেন ৷ তবে তিনি পুলিশের কাছে স্বামীর নিখোঁজের কোনও অভিযোগ দায়ের করেছেন কি না, তা স্পষ্ট নয় ৷

আরও পড়ুন :ডেবরায় 2 যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 7 যুবক

ABOUT THE AUTHOR

...view details