পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Wife Arrested In Khirpai: স্বামীকে খুনে গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক - Woman Arrested for allegedly murdering husband

ক্ষীরপাইয়ের চাষি তপন ঘোষ খুনের ঘটনায় তাঁর স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করল পুলিশ (Woman Arrested for allegedly murdering husband) ৷ আজ অভিযুক্তদের কোর্টে তোলা হবে ।

Wife Arrested In Khirpai
স্বামীকে খুনে গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক

By

Published : Dec 14, 2021, 9:10 AM IST

ক্ষীরপাই, 14 ডিসেম্বর: ক্ষীরপাইয়ে কৃষক তপন ঘোষ খুন উঠে এল চাঞ্চল্যকর তথ্য । পুলিশ জানিয়েছে, তপন ঘোষের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি ৷ তাঁর স্ত্রী ও প্রেমিকের যোগসাজশে পরিকল্পনা মাফিক শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে স্ত্রী ও প্রেমিককে (Woman Arrested In Khirpai) । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষীরপাই এলাকায় । মঙ্গলবার অভিযুক্তদের কোর্টে তোলা হবে ।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই পৌর এলাকার । জানা যায়, রবিবার রাতে ক্ষীরপাই পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বামারিয়া এলাকায় গৃহবধূ রূপালী ঘোষ স্থানীয়দের চিৎকার করে ডাকেন ৷ জানান, বাথরুমে যাওয়ার সময় তাঁর স্বামীর হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে । খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা । স্থানীয়রা পৌঁছে দেখেন রূপালি ঘোষের স্বামী তপন ঘোষ মৃত অবস্থায় পড়ে রয়েছেন বাথরুমে । রূপালীর কথামতো স্থানীয়রা মৃতদেহ সৎকার করার আয়োজন করেন এবং আত্মীয়দেরও খবর দেওয়া হয় । স্ত্রীর কথামতো দেহ সৎকারের সমস্ত আয়োজনও হয়ে যায় । দেহ সৎকার করতে যাওয়ার সময় মৃতদেহের গলায় ক্ষত দড়ির চিহ্ন দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয় । খবর পেয়ে প্রতিবেশীরাও ছুটে আসেন ।

ক্ষীরপাইয়ে স্বামীকে খুনের ঘটনায় প্রেমিক-সহ গ্রেফতার হল স্ত্রী

আরও পড়ুন: শাশুড়িকে বঁটির কোপ বউমার

জানা গিয়েছে, মৃতার স্ত্রী অভিযুক্ত রূপালী ঘোষের সঙ্গে স্বামীর নিয়মিত অশান্তি হত ৷ তাঁদের এক নাবালক ছেলে ও দুই মেয়ে রয়েছে ৷ পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, রূপালীর বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক ছিল ৷ তার জেরেই খুন করা হয়েছে তপনকে । পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে বাড়িতে । আটক করা হয় রূপালীকে । পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তপন ঘোষকে । তবে ময়নাতদন্তের পর প্রকৃত সত্য সামনে আসবে ।

ABOUT THE AUTHOR

...view details