মেদিনীপুর, 13 এপ্রিল : লকডাউনে বাড়িতে বসে বিরক্ত হচ্ছে শিশুরা । তাই তাদের সমস্যার সমাধানে নয়া উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । আয়োজন করল অঙ্কন ও মডেল প্রতিযোগিতার । আর সেই প্রতিযোগিতায় জিততে পারলেই পুরস্কার হিসেবে মিলবে টাকা । হারলেও মন খারাপের কিছু নেই । সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে 2 হাজার টাকা ।
25 মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন । ইতিমধ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে 30 এপ্রিল পর্যন্ত করা হয়েছে রাজ্য । আর তাতে রীতিমতো হাঁপিয়ে উঠছে আট থেকে আশি সকলেই । সবথেকে সমস্যা হচ্ছে ছোটোদের । স্কুল নেই, টিউশন নেই, খেলাধুলা নেই । বাড়ি বসে বসে অধৈর্য হয়ে পড়ছে তারা । ফলে বাড়িতে তাদের আটকে রাখতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের । তাই ছোটোদের মন ভালো রাখতে অঙ্কন ও মডেল প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ।
পুলিশ সুপার দীনেশ কুমার গতকাল সাংবাদিক বৈঠক করে এই প্রতিযোগিতা সম্পর্কে বিষদে সবকিছু জানান । তিনি জানান, অঙ্কন প্রতিযোগিতার বিষয় হতে হবে পুলিশ বন্ধু বা সামাজিক সচেতনতা । এই প্রতিযোগিতায় প্রথম যে হবে তাকে 5 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে । দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে যথাক্রমে 3 হাজার ও 2 হাজার টাকা দেওয়া হবে । একইসঙ্গে দেওয়া হবে শংসাপত্রও ।
মডেল প্রস্তুতির যে প্রতিযোগিতা হবে তা বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করতে হবে । মডেল তৈরির সময় ভিডিয়োগ্রাফে করে তা পাঠাতে হবে পুলিশকে । তার জন্য একটি মোবাইল নম্বরও চালু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । এই মডেলগুলি বিবেচনা করে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে । পাশাপাশি পাঁচজনকে বেছে নেওয়া হবে সান্ত্বনা পুরস্কারের জন্য । প্রথম স্থানাধিকারিকে দেওয়া হবে 10 হাজার টাকা ।
পুলিশের তরফে সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই প্রতিযোগিতাগুলির জন্য কাউকেই বাড়ি থেকে বেরোতে হবে না । পুলিশ প্রতিযোগীদের বাড়ি গিয়ে মডেল ও অঙ্কনগুলি নিয়ে আসবে ।