মেদিনীপুর, 20 মার্চ : আধার কার্ডের যাবতীয় কাজ বন্ধের নির্দেশিকা এল কেন্দ্র থেকে ৷ নির্দেশ পাওয়া মাত্র আধার সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ করল পশ্চিম মেদিনীপুরের প্রধান ডাকঘর ৷ আধার কার্ডের কাজ বন্ধের পাশাপাশি সংক্রমণ রোধে বসানো হল থার্মাল যন্ত্র । ডাকঘরে যাতায়াতকারী মানুষজনের এই যন্ত্র দিয়ে পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে ডাকঘরে । কর্মীদের সংক্রমণ রোধে এই ব্যবস্থা বলে জানালেন মুখ্য ডাকঘর অধিকর্তা ।
দিন দিন আতঙ্ক বেড়েই চলছে, বাড়ছে সংক্রমনের সংখ্যা ৷ সংক্রমণ রোধে সরকারিভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে । এড়াতে বলা হচ্ছে যেকোনওরকমের ভিড় । গতরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিনের জনতা কার্ফু জারি করার নির্দেশ দিয়েছেন । নির্দেশ দিয়েছেন আধার কার্ডের কাজ বন্ধ রাখার । সেই নির্দেশ পাওয়া মাত্র আধার কার্ডের যাবতীয় কাজ বন্ধ করল ডাকঘরগুলি । এদিন কোতয়ালি থানার অন্তর্গত মেদিনীপুর শহরের প্রধান ডাকঘরে আধার কার্ডের কাজ বন্ধের পাশাপাশি থার্মাল যন্ত্র বসানো হয় । সেই থার্মাল যন্ত্র দিয়ে পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হয় ডাকঘরে । এই থার্মাল যন্ত্র দিয়ে টেস্ট করেন ডাকঘরের কর্মীরা । সঙ্গে হাতে স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে ৷ আজ এমনই চিত্র দেখা গেল ডাকঘরে ।