চন্দ্রকোণা , 12 জুলাই : টিকা পেতে চরম ভোগান্তিতে গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা। তবে বেশি ভোগান্তি দেখা দিয়েছে চন্দ্রকোণার বাসিন্দাদের । গভীর রাতে চিরকুটে নাম লিখে টিকাকেন্দ্রে লাইন টিকা প্রাপকদের । তবুও মিলছে না পর্যাপ্ত ভ্যাকসিন । টিকা পেতে এমনই চরম ভোগান্তির ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে । এই টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে টিকা প্রাপকদের । দিনের পর দিন টিকাকরণ কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে ফিরতে হচ্ছে খালি হাতে ।
একে টিকার যোগান কম তার উপর দৈনিক টিকাকরণ কেন্দ্রে শতাধিক মানুষের উপচে পড়া ভিড় । সেই ভিড় সামলে দিনের শেষে সীমিত সংখ্যক মানুষই টিকা পাওয়ার সুযোগ পাচ্ছে । এমনই পরিস্থিতিতে অগত্যা টিকা নেওয়ার তাগিদে আগের দিন চিরকুটে নাম লিখে টিকাকরণ কেন্দ্রের সামনে ইঁট চাপা দিয়ে লাইনে রাত পাহারা দিতে হচ্ছে টিকা প্রাপকদের । সোমবারও এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের টিকাকরণ কেন্দ্রের সামনে । পরের দিন টিকা নেওয়ার জন্য কেউ বিকেল তো আবার কেউ সন্ধ্যা গড়াতেই ব্যাগে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে হাজির হচ্ছে টিকাকরণ কেন্দ্রে । রাত জেগে এভাবে লাইন না দিলে পরের দিন সকালে টিকা নাও মিলতে পারে এমনটাই দাবি, স্থানীয়দের ।