পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত জেগে টিকাকরণ কেন্দ্রে লাইন চন্দ্রকোণার বাসিন্দাদের - NIGHT

করোনা ভ্যাকসিন পেতে রাত জেগে লাইন দিতে হচ্ছে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের টিকাকরণ কেন্দ্রে । গোটা রাজ্যের পাশাপাশি এমনই পরিস্থিতিতে পড়তে হচ্ছে চন্দ্রকোণার বাসিন্দাদের । তানাহলে টিকা না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে ।

Chandrakona
রাত জেগে টিকাকরণ কেন্দ্রে লাইন চন্দ্রকোণার বাসিন্দাদের, চরম ভোগান্তিতে টিকা প্রাপকরা

By

Published : Jul 12, 2021, 5:22 PM IST

চন্দ্রকোণা , 12 জুলাই : টিকা পেতে চরম ভোগান্তিতে গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা। তবে বেশি ভোগান্তি দেখা দিয়েছে চন্দ্রকোণার বাসিন্দাদের । গভীর রাতে চিরকুটে নাম লিখে টিকাকেন্দ্রে লাইন টিকা প্রাপকদের । তবুও মিলছে না পর্যাপ্ত ভ্যাকসিন । টিকা পেতে এমনই চরম ভোগান্তির ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে । এই টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে টিকা প্রাপকদের । দিনের পর দিন টিকাকরণ কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে ফিরতে হচ্ছে খালি হাতে ।

একে টিকার যোগান কম তার উপর দৈনিক টিকাকরণ কেন্দ্রে শতাধিক মানুষের উপচে পড়া ভিড় । সেই ভিড় সামলে দিনের শেষে সীমিত সংখ্যক মানুষই টিকা পাওয়ার সুযোগ পাচ্ছে । এমনই পরিস্থিতিতে অগত্যা টিকা নেওয়ার তাগিদে আগের দিন চিরকুটে নাম লিখে টিকাকরণ কেন্দ্রের সামনে ইঁট চাপা দিয়ে লাইনে রাত পাহারা দিতে হচ্ছে টিকা প্রাপকদের । সোমবারও এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের টিকাকরণ কেন্দ্রের সামনে । পরের দিন টিকা নেওয়ার জন্য কেউ বিকেল তো আবার কেউ সন্ধ্যা গড়াতেই ব্যাগে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে হাজির হচ্ছে টিকাকরণ কেন্দ্রে । রাত জেগে এভাবে লাইন না দিলে পরের দিন সকালে টিকা নাও মিলতে পারে এমনটাই দাবি, স্থানীয়দের ।

রাত জেগে টিকাকরণ কেন্দ্রে লাইন চন্দ্রকোণার বাসিন্দাদের, চরম ভোগান্তিতে টিকা প্রাপকরা

আরও পড়ুন: চন্দ্রকোণায় পুকুরপাড়ের মাটি খুঁড়তেই আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাত জেগে লাইন দিয়ে কেউ তার বৃদ্ধ বাবা-মায়ের টিকাটা অন্তত করিয়ে নিতে চায় । আবার এই রাত পাহারা দিয়ে লাইন দেওয়ার দলে রয়েছে 50 থেকে 60 বছরের বয়স্করাও । কেউ বাড়ি থেকে ব্যাগে করে রুটি জল সঙ্গে নিয়ে এসেছে টিকাকরণ কেন্দ্রে রাত জেগে লাইন দেওয়ার জন্য । আবার কেউ আশপাশের কোনও হোটেলেই শুকনো খাবার খেয়ে হাসপাতালের টিকাকরণ কেন্দ্রের সামনে রাত জাগছে লাইন দেওয়ার জন্য । এদের দাবি, দৈনিক 150-200 জনকে টিকা দেওয়া হচ্ছে । আর সকাল থেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকা না পেয়ে ফিরে যেতে হয় বাড়ির বয়স্কদের নিয়ে । তাই বাধ্য হয়ে পরের দিন সকালে যাতে আগে লাইনে দাঁড়িয়ে টোকন মেলে তাই আগের দিন রাতে এভাবেই লাইন দিতে হচ্ছে।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, টিকার যোগান পর্যাপ্ত না থাকার কারণে সপ্তাহে অন্তত তিন থেকে চারদিন টিকাকরণ বন্ধ থাকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। এতে বেশি সমস্যায় পড়ছে দ্বিতীয় ডোজ প্রাপকরা । টিকা পেতে এই চরম হয়রানির কারণ ও সমাধান কি তা নিয়ে ধন্দে টিকা প্রাপকরা । যদিও এর উত্তর নেই স্বাস্থ্য আধিকারিকদের কাছে ।

ABOUT THE AUTHOR

...view details