চন্দ্রকোনা, 4 ফেব্রুয়ারি : প্রার্থী এখনও ঘোষণা হয়নি । তাতে কি ! ভোটের দামামা বাজিয়ে দেওয়াল দখলের কাজে নেমে পড়েছে রাজ্যের শাসক দল । চন্দ্রকোনায় একাধিক এলাকায় দেওয়াল লিখনের কাজে এগিয়ে রয়েছে তৃণমূল । রাজ্যের মোট 294 বিধানসভা কেন্দ্রের প্রায় সবক'টিতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দেওয়াল লিখনে ব্যস্ত দলীয় কর্মীরা । চন্দ্রকোনাতেও ধরা পড়ল একই ছবি । "খেলা হবে" স্লোগানে ভরল দেওয়াল ।
একুশের বিধানসভা নির্বাচনের আগে "খেলা হবে" স্লোগানকে ঘিরে পারদ চড়ছে যুযুধান বিজেপি তৃণমূলের রাজনৈতিক মিটিং-মিছিলে । এবার সেই স্লোগান উঠে এল দেওয়াল লিখনেও । উন্নয়নের সাফল্যের খতিয়ান তুলে ধরে ভোটের ময়দানে "খেলা হবে" এই বার্তা তুলে ধরা হল তৃণমূলের দেওয়াল লিখনে ।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 3 নং ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজার এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনে উঠে এল এমনই ছবি । দলবদলের পরিস্থিতিতে কর্মীদের মনোবল অটুট রাখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক জনসভায় বলতে শোনা গিয়েছে রাজ্যের সবক'টি বিধানসভা আসনে তিনিই প্রার্থী । তাকে দেখেই যেন ভোটটা দেন সাধারণ মানুষের কাছে এমনই আবেদন করেন তিনি । এবার নেত্রীর সেই আবেদনকেও তুলে ধরা হল চন্দ্রকোনায় ।