পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খেলা হবে... চন্দ্রকোনায় দেওয়ালের দখল নিতে ময়দানে তৃণমূল

ভোটের এখনও মাস খানেক বাকি । তার আগেই দেওয়াল দখলের জন্য মাঠে নেমে পড়েছে তৃণমূল ।

Walling of TMC
ছবি

By

Published : Feb 4, 2021, 6:57 PM IST

চন্দ্রকোনা, 4 ফেব্রুয়ারি : প্রার্থী এখনও ঘোষণা হয়নি । তাতে কি ! ভোটের দামামা বাজিয়ে দেওয়াল দখলের কাজে নেমে পড়েছে রাজ্যের শাসক দল । চন্দ্রকোনায় একাধিক এলাকায় দেওয়াল লিখনের কাজে এগিয়ে রয়েছে তৃণমূল । রাজ্যের মোট 294 বিধানসভা কেন্দ্রের প্রায় সবক'টিতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দেওয়াল লিখনে ব্যস্ত দলীয় কর্মীরা । চন্দ্রকোনাতেও ধরা পড়ল একই ছবি । "খেলা হবে" স্লোগানে ভরল দেওয়াল ।

একুশের বিধানসভা নির্বাচনের আগে "খেলা হবে" স্লোগানকে ঘিরে পারদ চড়ছে যুযুধান বিজেপি তৃণমূলের রাজনৈতিক মিটিং-মিছিলে । এবার সেই স্লোগান উঠে এল দেওয়াল লিখনেও । উন্নয়নের সাফল্যের খতিয়ান তুলে ধরে ভোটের ময়দানে "খেলা হবে" এই বার্তা তুলে ধরা হল তৃণমূলের দেওয়াল লিখনে ।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 3 নং ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজার এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনে উঠে এল এমনই ছবি । দলবদলের পরিস্থিতিতে কর্মীদের মনোবল অটুট রাখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক জনসভায় বলতে শোনা গিয়েছে রাজ্যের সবক'টি বিধানসভা আসনে তিনিই প্রার্থী । তাকে দেখেই যেন ভোটটা দেন সাধারণ মানুষের কাছে এমনই আবেদন করেন তিনি । এবার নেত্রীর সেই আবেদনকেও তুলে ধরা হল চন্দ্রকোনায় ।

আরও পড়ুন : আসানসোলে শুরু তৃণমূলের দেওয়াল লিখন

এই বিষয়ে চন্দ্রকোনা শহর তৃণমূলের সভাপতি প্রদীপ সাঁতরা জানান, "ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি । প্রার্থীর নামও ঘোষণা হয়নি এখনও । কিন্তু আমরা প্রচারে কোনওরকম খামতি রাখতে নারাজ । প্রার্থী যেই হোক, আমাদের নেত্রীই রাজ্যের 294 টি আসনে প্রার্থী বলে আমরা মনে করি । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও তাঁকে দেখেই ভোটটা দেন ।"

পাশাপাশি তিনি বলেন, "সবাই বলছেন খেলা হবে, আমরাও দেওয়াল লিখনের মধ্যে দিয়ে বলতে চাইছি, রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলি সামনে রেখেই আগামী নির্বাচনে আমরা খেলব, উন্নয়নকে সঙ্গে নিয়ে খেলা হবে, মানুষ এই খেলায় সামিল হবে ।"

নির্বাচন যত সামনে আসছে "খেলা হবে" স্লোগান ততই জোরালো হচ্ছে যুযুধান দুই প্রধান রাজনৈতিক দলের ।

ABOUT THE AUTHOR

...view details