পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, আহত দুই - Injured

বৃহস্পতিবার রাতে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট একটি বৈঠক সেরে রামা এলাকা দিয়ে আসছিলেন । ঠিক ওই সময় ওই এলাকায় একটি মিছিল করছিল বিজেপির কর্মী সমর্থকেরা । সূর্যকান্ত অট্ট ও তৃণমূল কর্মীদের অভিযোগ, ওই বিজেপি কর্মী সমর্থকেরা অতর্কিত প্রার্থী সূর্যকান্ত অট্ট এবং তার সঙ্গে থাকা কর্মী সমর্থকের ওপর আক্রমণ করে ।

নারায়ণগড়ে  তৃণমূল-বিজেপি সংঘর্ষ
নারায়ণগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

By

Published : Mar 19, 2021, 1:42 PM IST

নারায়ণগড়, 19 মার্চ : একুশের নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক মহলে ততই উত্তপ্ত হয়ে উঠছে । এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ নারায়ণগড়ে । উভয়পক্ষের মোট দুজন আহত হয়েছে এই ঘটনায় । এই ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

বৃহস্পতিবার রাতে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট একটি বৈঠক সেরে রামা এলাকা দিয়ে আসছিলেন । ঠিক ওই সময় ওই এলাকায় একটি মিছিল করছিল বিজেপির কর্মী সমর্থকেরা । সূর্যকান্ত অট্ট ও তৃণমূল কর্মীদের অভিযোগ, ওই বিজেপি কর্মী সমর্থকেরা অতর্কিত প্রার্থী সূর্যকান্ত অট্ট এবং তার সঙ্গে থাকা কর্মী সমর্থকের ওপর অশালীন ভাষায় গালাগালি দিতে শুরু করে । সেই সঙ্গে লাঠি, রড, টাঙ্গি নিয়ে আক্রমণ করে । পাল্টা বিজেপির দাবি তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ করেছে । যার মূল নেতৃত্ব দিয়েছে 12 নম্বর তুতরাঙ্গা অঞ্চলের প্রধান আসাদুল্লাহ খাঁন । তিনি তাঁর দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেন । এক কর্মীর হাতে পায়ে এবং মাথায় চোট রয়েছে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে । স্থানীয়রা ততক্ষণে আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হসপিটালে ভর্তি করেছে ।

নারায়ণগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ওই রাতে হাসপাতালে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান বিজেপির নারায়ণগড়ের প্রার্থী রমাপ্রসাদ গিরি । তিনি বলেন, "আমাদের জেতা এলাকা । তৃণমূল তার অস্তিত্ব হারিয়ে ফেলছে বলে অস্তিত্বকে টিকিয়ে রাখতে এভাবে পরিকল্পিতভাবে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে চাইছে । যাতে মানুষ স্বতঃস্ফুর্তভাবে এবারে ভোট গ্রহণে অংশগ্রহণ না করতে পারে ।"

আরও পড়ুন: ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটকে মারধরে অভিযুক্ত তৃণমূল

অপরদিকে এদিন বেলদা হাসপাতালে ভর্তি হওয়া আহত দুজনকে রাতে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এই নিয়ে তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট বলেন, "আমি এলাকায় প্রচার সেরে ফেরার পথে ওখানে বিজেপির লোকজন রে রে করে তেড়ে আসে লাঠিসোটা নিয়ে । এই সময় বাধা দিতে গিয়ে আমাদের কর্মী আহত হয়েছে । বিজেপি হেরে যাবে জেনে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে । আমরা এর সঠিক তদন্ত চাইছি । সব মিলিয়ে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details