নারায়ণগড়, 19 মার্চ : একুশের নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক মহলে ততই উত্তপ্ত হয়ে উঠছে । এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ নারায়ণগড়ে । উভয়পক্ষের মোট দুজন আহত হয়েছে এই ঘটনায় । এই ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।
বৃহস্পতিবার রাতে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট একটি বৈঠক সেরে রামা এলাকা দিয়ে আসছিলেন । ঠিক ওই সময় ওই এলাকায় একটি মিছিল করছিল বিজেপির কর্মী সমর্থকেরা । সূর্যকান্ত অট্ট ও তৃণমূল কর্মীদের অভিযোগ, ওই বিজেপি কর্মী সমর্থকেরা অতর্কিত প্রার্থী সূর্যকান্ত অট্ট এবং তার সঙ্গে থাকা কর্মী সমর্থকের ওপর অশালীন ভাষায় গালাগালি দিতে শুরু করে । সেই সঙ্গে লাঠি, রড, টাঙ্গি নিয়ে আক্রমণ করে । পাল্টা বিজেপির দাবি তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ করেছে । যার মূল নেতৃত্ব দিয়েছে 12 নম্বর তুতরাঙ্গা অঞ্চলের প্রধান আসাদুল্লাহ খাঁন । তিনি তাঁর দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেন । এক কর্মীর হাতে পায়ে এবং মাথায় চোট রয়েছে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে । স্থানীয়রা ততক্ষণে আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হসপিটালে ভর্তি করেছে ।