পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"খেলাতে" আমি নেই, তবে মমতাই জিতবেন; বললেন শতাব্দী - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

"খেলা হবে" স্লোগানে তিনি আগ্রহী নন ৷ সোমবার চন্দ্রকোনায় বিশিষ্ট আইনজীবী সমীর ঘোষের সম্প্রীতির সরস্বতী পুজোর উদ্বোধনে এসে বললেন শতাব্দী রায় ।

TMC MP Shatabdi Roy not interested about slogan "Khela Habe"
TMC MP Shatabdi Roy not interested about slogan "Khela Habe"

By

Published : Feb 15, 2021, 9:30 PM IST

Updated : Feb 16, 2021, 12:41 PM IST

চন্দ্রকোনা 15 ফেব্রুয়ারি : "খেলা হবে" শ্লোগানে তরজা তলছে শাসক-বিরোধীরা ৷ কিন্তু তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় চন্দ্রকোনার পুজো উদ্বোধন এসে জানিয়ে দিলেন, খেলাতে তিনি আগ্রহী নন । কারণ তিনি ফুটবল, ক্রিকেট খেলেন না । তবে তৃণমূল অবশ্যই জয়ী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, জানিয়ে দিলেন ৷

সোমবার চন্দ্রকোনায় বিশিষ্ট আইনজীবী সমীর ঘোষের সম্প্রীতির সরস্বতী পুজোর উদ্বোধন করেন শতাব্দী রায় । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 2নং ওয়ার্ড আমডাঙ্গা দড়বড়িস্থল সংলগ্ন এলাকায় ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী সমীর ঘোষের পুজোর এবার তিন বছরে পা দিল । এদিন পুজোর উদ্বোধন করেন শতাব্দী রায় ৷ উপস্থিত ছিলেন সিএবির প্রশাসক বিশ্বরুপ দে ও স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ।

আরও খবার : এমন খেলা হবে যে বিজেপি একটাও আসন পাবে না: কাকলি

সরস্বতী পুজোর উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "খেলা হবে শ্লোগানে আমি আগ্রহী নই ৷ আমি ফুটবল, ক্রিকেট খেলতে জানি না । তবে তৃণমূল অবশ্যই জিতবে ভোটে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন উন্নয়ন হবে ।"

শুনুন কী বললেন শতাব্দী রায়

সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি বেসুরো হতেই কি দল আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছে ? শতাব্দির উত্তর, "তা সঠিক নয় ৷ আসলে বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছিল, সেই সমস্যা এখন মিটে গেছে । এখন আমরা একসঙ্গে কাজ করছি ৷ আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী হিসেবে কাজ করব ।"

Last Updated : Feb 16, 2021, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details