শালবনি, 8 মার্চ : শুরু হল জঙ্গলমহল মনোনয়ন গ্রহণের কাজ । এদিন মনোনয়ন জমা দিলেন শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাত । মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, "এবারে সিপিএম হার্মাদদের এমন হারাব যে, বাপ ঠাকুরদার নাম ভুলে যাবে ।" সেইসঙ্গে বিজেপি প্রসঙ্গে বললেন, বিজেপি খেদাও কৃষক বাঁচাও ।
পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল এলাকায় প্রথম দফার ভোটের মনোনয়ন গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ গুটিকয়েক লোকজন নিয়ে আজ জেলা কালেক্টরে হাজির হন শ্রীকান্ত ৷ এরপর দু'জনকে নিয়ে তিনি কালেক্টর অফিসের ভিতরে প্রবেশ করেন ৷ নির্বাচনী আধিকারিককে মনোনয়ন পত্র জমা দেন । এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবারেও বিপুল ভোটে জয়ী হবেন তিনি ৷ কারণ, বিগত দিনে মমতার সরকার ব্যাপক উন্নয়ন করেছে । প্রতিটা মানুষকে 2 টাকা কেজি দরে চাল সহ যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে । তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছেন ।
নিজের প্রতিপক্ষ বলে কাউকে মনে করেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি । কারণ, কেউ এখানে তাঁর প্রতিপক্ষ নয় । সুশান্ত ঘোষ সম্পর্কে বলেন, এখন এই শালবনির মানুষেরা ওই জল্লাদ হার্মাদদের আর ভোট দেবে না । কারণ, ওরা গত বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে । এবার এমন গো হারান হারাব যে, ওরা বাপ ঠাকুরদার নাম ভুলে যাবে ।