পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার মেয়ে নয়, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ফুফু, রোহিঙ্গাদের খালা ! কটাক্ষ শুভেন্দুর

দাঁতনে সভা করতে গিয়ে বিজেপি নেতার নিশানায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আর ছিল গতকালের বাম-কংগ্রেস-আব্বাসের ব্রিগেড ।

কটাক্ষ শুভেন্দুর
কটাক্ষ শুভেন্দুর

By

Published : Mar 1, 2021, 8:02 AM IST

দাঁতন, 1 মার্চ : পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার নীলদা এলাকায় বিজেপির পরিবর্তন সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ফুফা বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী । "পশ্চিমবাংলার মানুষ সিপিআইএম-কে টেস্ট করেছে, রিজেক্ট করেছে, কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, তৃণমূল টেস্টেড ও রিজেক্ট হওয়ার পথে, হাফ রিজেক্ট হয়েছে লোকসভা ভোটে । এবার বাকিটা হয়ে যাবে ।" গতকাল বিজেপির পরিবর্তন সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

ওই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন জেলার সভাপতি শমিত কুমার দাস, রামপ্রসাদ গিরি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা । বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, "এই পরিবর্তন সভায় যোগ দেওয়ার আগে বৈতা থেকে নীলদা পর্যন্ত যে জনসমাগম হয়েছে তাতে মনে হচ্ছে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে ।" শুধু তাই নয়, "কর্মী-সমর্থকদের উদ্যোগ দেখে মনে হচ্ছে আমি দুমাস বিজেপি করছি না 20 বছর ধরে বিজেপি করছি ।"

"অনুপ্রবেশকারীদের ফুফু রোহিঙ্গাদের খালা মমতা" । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : কীসের ভরসায় মমতাকে ‘শূন্য’ করার ডাক দিলেন আব্বাস সিদ্দিকী

পাশাপাশি তাঁর নিশানায় তৃণমূল নেতৃত্বরাও ছিল । তিনি বলেন, "তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল তা করতে পারেনি, আমি বলছি এটা এখন রাজনৈতিক দল নয় প্রাইভেট লিমিটেড কম্পানিতে পরিণত হয়েছে, এরাজ্যে 4 লাখ 60 হাজার কোটি টাকা ঋণের বোঝা করেছে মাননীয়া । বেড়েছে বেকারের সংখ্যা । এমনকি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের নাম বদলে কাটমানি নেওয়া হয়েছে ।"

ভোটের ময়দানে স্লোগান তরজাও চলছে শাসক-বিরোধীদের মধ্যে । "বাংলা নিজের মেয়েকে চায়" স্লোগান প্রচার করছে তৃণমূল । আর তাকেই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । তাঁর কথায়, "উনি বাংলার মেয়ে নাকি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা ! উনি বাংলার মেয়ে নন ।"

আসন্ন বিধানসভা ভোটে 200 আসুন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে তা স্পষ্ট বলেন শুভেন্দু অধিকারী । তিনি বাম-কংগ্রেস-আইএসএফের ব্রিগেড সমাবেশকে নিয়ে বলেন, "আজকে একটা ব্রিগেড হয়েছে । বামপন্থীরা কেউ বলবেন ধর্মনিরপেক্ষতার কথা, আর পাশে আব্বাস সিদ্দিকিকে নিয়ে মিটিং করেছেন । এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মহম্মদ সেলিম আর উপ-মুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকী । বামপন্থীরা সাবধান আপনাদের আর ধর্মনিরপেক্ষতার বুলি আর থাকবে না ।"

ABOUT THE AUTHOR

...view details