পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল ছেড়ে গর্বিত রুদ্র - west bengal assembly election 2021

মেদিনীপুর শহরে পৌঁছল বিজেপির পরিবর্তন যাত্রা ৷ সেই উপলক্ষে আয়োজিত এক সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ আক্রমণ শানালেন সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ৷

রুদ্রনীল ঘোষ
রুদ্রনীল ঘোষ

By

Published : Feb 12, 2021, 10:14 PM IST

Updated : Feb 13, 2021, 9:17 AM IST

মেদিনীপুর, 12 ফেব্রুয়ারি : অভিনেতা রুদ্রনীল ঘোষের নিশানায় সিপিএম-সহ বাম দলগুলি ৷ শুক্রবার মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে তিনি সমালোচনা করেন বামেদের ৷ একই সঙ্গে তিনি তাঁর সমালোচকদেরও জবাব দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন যে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে গর্ববোধ করছেন৷

বিজেপিতে সদ্য যোগ দেওয়া এই অভিনেতার দাবি, সিপিএম বরাবর সমানাধিকারের কথা বলে ৷ অথচ 34 বছরের বাম জমানায় কোনও গুরুত্বপূর্ণ মহিলা মুখ তৈরি হয়নি৷ কেন সিপিএম কোনও গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী তৈরি করতে পারেনি, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি দলের পরিবর্তন কর্মসূচিতে সকলকে যোগদানের আহ্বান জানান ৷ পাশাপাশি জানান, 2011 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁরা পরিবর্তন এনেছিলেন ৷ এবার সেই পরিবর্তনের পরিবর্তন আনতে হবে ৷ তার পরই তিনি বক্তৃতা দেওয়ার জন্য এগিয়ে দেন রুদ্রনীল ঘোষকে ৷

তখন রুদ্রনীল অভিযোগ করেন, সিপিএম শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থে আঘাত হেনেছে৷ যুব নেতাদের শুধু টিভিতে আলোচনার জন্য তৈরি করা হয় ৷ সিপিএমে কেন কোনও তরুণ নেতা নেই সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

সিপিএমের পর বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন ৷ তাঁর দাবি, সাধারণ মানুষের কর টাকা থেকেই সরকার উন্নয়নের কাজ করে ৷ কিন্তু তৃণমূল নেতারা সরকারি কাজ থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে ৷ উন্নয়ন শুধু এঁদের জন্য হয়েছে ৷

আরও পড়ুন :সংসদে দাঁড়িয়ে কি মমতাকে 9 বছর আগের ‘অপমান’ ফেরালেন দীনেশ ত্রিবেদী ?

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে ৷ তার মধ্যে দুয়ারে সরকার, সকলের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প, পাড়ায় সমাধান ৷ রাজ্য সরকারের এই উদ্যোগগুলি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, বিজেপির ভয় পেয়েছে বলেই রাজ্য সরকার এখন একাধিক প্রকল্প নিয়ে ছুটে বেড়াচ্ছে ৷

Last Updated : Feb 13, 2021, 9:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details