পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার দু'পাশে ভিড়, চন্দ্রকোনায় রোড শোয়ে নজর কাড়লেন মিমি - west-bengal-assembly-election-2021

নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে নপ্রার্থীরা ৷ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার দু'টি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী ৷

পশ্চিম মেদিনীপুরে নির্বাচনী প্রচারে মিমি
পশ্চিম মেদিনীপুরে নির্বাচনী প্রচারে মিমি

By

Published : Mar 15, 2021, 9:58 AM IST

Updated : Mar 15, 2021, 10:16 AM IST

চন্দ্রকোনা, 15 মার্চ : শুরু হয়ে গেছে ভোটের কাউন্টডাউন ৷ 1 এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট পশ্চিম মেদিনীপুরের একাংশে ৷ স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারে সাজসাজ রব ৷ গতকাল পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী ৷ রোড শো-এর মাধ্যমে প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেন ৷

রবিবার দুপুর সাড়ে 3 টে ৷ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের মহেশপুর ফুটবল মাঠের হেলিপ্যাডে নামে মিমি চক্রবর্তীর চপার ৷ তারপর সেখান থেকে হুড খোলা গাড়ি করে ভগবন্তপুর, বসনছোড়া হয়ে পলাশচাবড়ি পর্যন্ত রোড শো করেন তিনি ৷ সঙ্গে ছিলেন চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী অরূপ ধারা ৷ মিমিকে একঝলক দেখার জন্য রাস্তার দু'পাশের ভিড় ছিল নজরকাড়া ৷ সারা রাস্তা জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাঁকে ৷ জনতাকে উজ্জীবিত করতে তাঁকে একাধিকবার বলতেও শোনা যায় 'খেলা হবে ' ৷ পাশাপাশি অরূপ ধারা ও শংকর দলুইকে নির্বাচনে জেতানোর আবেদন করেন তিনি ৷

পশ্চিম মেদিনীপুরে নির্বাচনী প্রচারে মিমি

মিমি বলেন, " প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন, বলেছিলেন ঘরে ঘরে আর উনুন জ্বলবে না ৷ গ্যাস জ্বলবে ৷ তিনি সত্যি কথাই বলেছিলেন ৷ গ্যাসের যা দাম কী করে উনুন জ্বলবে ? " পেট্রল , ডিজ়েলের দাম বৃদ্ধিরও প্রতিবাদ করেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের কথা মনে করিয়ে দেন জনতাকে ৷ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সংশ্লিষ্ট প্রার্থীকে জেতানোর জন্য বারবার আবেদন করেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে বলেন, " মা মাটি মানুষের মা তিনি ৷ "

আরও পড়ুন :আজ খড়গপুরে শাহি রোড শো, হুইলচেয়ারে হাজরায় থাকছেন মমতা

Last Updated : Mar 15, 2021, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details