কেশিয়াড়ি, 18 মার্চ : বিধানসভা নির্বাচন উপলক্ষে এখন শাসক-বিরোধীদের প্রচার তুঙ্গে । ব্রিগেড, জনসভা থেকে শুরু করে পদযাত্রা, বৈঠক, মিছিলে ব্যস্ত রাজনৈতিক নেতারা । একের পর এক জনসভা করছেন শাসক ও বিরোধী নেতা নেত্রীরা । আজ পর পর তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আমলাশুলি, কেশিয়াড়ি ও কলাইকুণ্ডায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো । আমলাশুলির পর কেশিয়াড়িতে জনসভা করছেন ।
চারদিকে দলীয় প্রতীক ও নেত্রীর ছবি দিয়ে ফ্লেক্স-ব্যানার-ফেস্টুন রয়েছে । তার পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে । অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে । দলনেত্রী ওখানে নেমে তিনি সভাস্থল পর্যন্ত হুইল চেয়ারে এসে সভায় বক্তব্য রাখছেন । আজ কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে জনসভা করছেন নেত্রী । আজকের জনসভায় উপস্থিত হয়ে এই কেন্দ্রের সংগঠনকে যেমন চাঙ্গা করবেন তেমনি এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেবেন বলে দল জানিয়েছে ।