পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনোনয়ন জমা দিলেন জুন মালিয়া - west bengal assembly election

মনোনয়নপত্র জমা দিলেন অভিনেত্রী জুন মালিয়া৷ তিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ৷

June Maliya submits her nomination
মনোনয়ন জমা দিলেন জুন

By

Published : Mar 9, 2021, 5:57 PM IST

মেদিনীপুর, 9 মার্চ : মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া। আজ তিনি মিছিল করে গিয়ে জেলার নির্বাচনী আধিকারিকের হাতে মনোনয়নপত্র জমা দেন।

আজ সকালে মেদিনীপুর শহর থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেন জুন ৷ এরপর তিনি স্থানীয় কয়েকটি মন্দিরে যান ৷ পুজো দেন সেখানে ৷ স্থানীয় মসজিদেও যান৷ তারপর পৌঁছে যান জেলাশাসকের দপ্তরে৷ সেখানে তিনি নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলাশাসকের হাতে নিজের মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় নেতা-নেত্রীরা৷

আরও পড়ুন- বোমা কারখানার অমিত-বাক্য উড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, দাবি ব্রাত্যর

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় জুন বলেন, " আমার একশো শতাংশ দিয়ে প্রচার করব। আমি নিশ্চিত, আমরা আবার ফিরছি । দিদিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দেখব। খুব ভালো লাগছে, এবারের মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে যাচ্ছেন।"

দলের কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা জুনের
প্রথম দফাতেই নির্বাচন রয়েছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় ৷ প্রথম দফার নির্বাচন হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া শহর ও পূর্ব মেদিনীপুরে। সেক্ষেত্রে মনোনয়নের শেষদিন ছিল আজ ৷ তৃণমূলের পাশাপাশি বিজেপি ও জোটের তরফেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details