পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাত-পা ভেঙে চিকিৎসা করানোর নিদান, স্বমহিমায় সুশান্ত - ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমিই চিকিত্‍সা করাব

যদিও বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তথাপি নিজের এলাকায় জয়ের ব্যাপারে নিশ্চিত প্রাক্তন মন্ত্রী গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ । তাঁর বিরুদ্ধে প্রচারে গিয়ে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ ভাইরাল হল ভিডিয়ো ৷

susanta-ghosh
susanta-ghosh

By

Published : Mar 4, 2021, 6:00 PM IST

হাত-পা ভেঙে চিকিৎসা করানোর নিদান, স্বমহিমায় সুশান্ত

শালবনী, 4 মার্চ : দীর্ঘদিন দিন পর ঘরে ফিরেছেন ডাকাবুকো সিপিএম নেতা সুশান্ত ঘোষ । ফিরেই দলীয় প্রচারে গিয়ে বিরোধীদের হাত-পা ভাঙার হুমকি দিয়ে বসলেন । বললেন, সোজা ঘর থেকে তুলে নিয়ে এসে হাত-পা ভেঙে আমিই চিকিত্‍সা করাব ৷ মাওবাদীরাও সুশান্ত ঘোষকে চেনে !

প্রচারে গিয়ে বিরোধীদের হুমকি দিলেন সুশান্ত ঘোষ...

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে ৷ জনসংযোগ ব্যস্ত বিজেপি-তৃণমূল-বাম প্রত্যেকেই । যদিও বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তথাপি নিজের এলাকায় জয়ের ব্যাপারে নিশ্চিত প্রাক্তন মন্ত্রী গড়বেতা এলাকার দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ । বামফ্রন্ট সূত্রে খবর, একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতার শালবনী কেন্দ্রে প্রার্থী হওয়া একপ্রকার নিশ্চিত । দলের অন্দরের সবুজ সঙ্কেত পেয়েই শালবনীর গ্রাম গ্রাম ঘুরে ঘুরে প্রচার শুরু করেছেন প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী । এরই মধ্যে সুশান্ত ঘোষের প্রচারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা ও শোনা যাচ্ছে শালবনীর একটি গ্রামে দাঁড়িয়ে সুশান্ত ঘোষ কয়েকজন মহিলাকে বলছেন, "মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কে ? তৃণমূল আর বিজেপির বাপ-ঠাকুরদাও জানে । এতদিন যা করেছে করেছে । আমি ছিলাম না, মানুষের পাশে দাঁড়াতে পারিনি । এখন কারও গায়ে যদি হাত পরে সোজা গাঁয়ে যাব, ঘর থেকে তুলে নিয়ে এসে হাত-পা ভেঙে আমিই চিকিত্‍সা করাব ।" সুশান্ত ঘোষের এই 'হুমকি-প্রচার'-এর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে । যদিও এই বিষয়ে ইতিমধ্যে সাফাই দিয়েছেন সিপিআইএম নেতা ৷ তাঁর মতে, কর্মীদের মনোবল বাড়াতে এ রকমটা বলেছেন । যেহেতু 2016 সালের নির্বাচনে গ্রামের মানুষের উপর অত্যাচার হয়েছিল ।

আরও পড়ুন : গড়বেতা থেকেই ঘুরে দাঁড়াবে বামফ্রন্ট : সুশান্ত ঘোষ

তবে বিরোধীরা সুর ছড়িয়েছে । তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, সেই যুগ আর নেই ৷ সুশান্ত ঘোষ এখন আর কিছুই করতে পারবেন না । মুখেই বড় বড় বাতেলা ।

বিজেপির জেলা সভাপতি সমিত দাস বলেন, এক সময় নৈরাজ্য সৃষ্টি করেছিল বাম নেতারা ৷ তবে বর্তমানে আর সেই পরিস্থিতি তৈরি করতে পারবে না ।

ABOUT THE AUTHOR

...view details