ঘাটাল, 17 মার্চ : খেলা হবে এই গানে নেচে বিতর্ক সৃষ্টি করার পর এবার খোল করতাল বাজিয়ে প্রচারে নামলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃতীয়বারের তৃণমূল প্রার্থী শঙ্কর দলুই । এদিন তিনি একটি হরিনাম সংকীর্তন মঞ্চে এসে গান শুনে নাচার পাশাপাশি খোল করতাল বাজিয়ে মজে যান । তিনি বলেন, ‘‘ভোটের জন্য অভিনয় নয় মানুষের পাশে থাকি, তাই বাজাতে এলাম ।’’
শঙ্কর দোলুই মঙ্গলবার সন্ধ্যায় প্রচারে গিয়ে ঘাটালের জলসরায় দেখেন শীতল ঘোষের বাড়িতে চলছে হরিনাম সংকীর্তন । শঙ্করবাবুর হরিনামে টান বিষয়ে কোনও প্রশ্ন নেই । যথারীতি তিনি সংকীর্তন দলের মাঝে দু’হাত তুলে কৃষ্ণনামে মজবেন এটাই ঘটালবাসীর চেনা চিত্র ৷ কিন্তু এদিন ঘটল ব্যতিক্রম । তিনি এক বাজনদার থেকে খোল নিয়ে নিজের কাঁধে তুলে একেবারের পেশাদার বাজিয়ের মত খোলবাজাতে লাগলেন । পরে সে ভিডিও শঙ্করবাবু তাঁর ফেসবুকে শেয়ারও করলেন।