পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদির সভায় যাওয়ার পথে মেদিনীপুরে বিজেপির বাসে হামলা, অভিযুক্ত তৃণমূল

হলদিয়ায় মোদির সভায় যোগ দিতে আসার পথে মেদিনীপুরে আক্রান্ত কেশপুরের বিজেপি কর্মীরা৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷

মোদির সভার যাওয়ার পথে মেদিনীপুরে বিজেপির বাসে হামলা, অভিযুক্ত তৃণমূল
মোদির সভার যাওয়ার পথে মেদিনীপুরে বিজেপির বাসে হামলা, অভিযুক্ত তৃণমূল

By

Published : Feb 7, 2021, 12:33 PM IST

Updated : Feb 7, 2021, 1:36 PM IST

মেদিনীপুর, 7 ফেব্রুয়ারি : হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর শহরের কাছে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীরা যখন কেশপুর থেকে ধরমার হয়ে হলদিয়ার পথে রওনা দিচ্ছিলেন ঠিক সেই সময় চলন্ত গাড়িতে ইঁট ছুড়ে গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ইটের ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

এই দিন হলদিয়াতে প্রধানমন্ত্রী মোদির সভা৷ সেই কারণে বিভিন্ন জায়গা থেকে বাসে গাড়িতে করে বিজেপির লোকজন হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা থেকে কয়েকশো বিজেপি কর্মী বাসে করে যাচ্ছিলেন হলদিয়ায়। সেই সময় মেদিনীপুর শহরের শেষ প্রান্তে ধরমার কাছে আক্রান্ত হয় বাসগুলি। বাসের উপর ইঁট ছোড়া হয় এবং ভাঙচুর করা হয়৷ অভিযোগের তির তৃণমূলের দিকে। ইটের আঘাতে এবং ভাঙচুরের ঘটনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক৷

এরপরই বাস থেকে নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা রাস্তায় পথ অবরোধ শুরু করেন। কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ এসে তাঁদের আশ্বস্ত করে৷ তার পর বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ তুলে নেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

মোদির সভায় যাওয়ার পথে মেদিনীপুরে বিজেপির বাসে হামলা

বিজেপি কর্মী তন্ময় ঘোষ বলেন, ‘‘আমরা কেশপুরের আট নম্বর অঞ্চল থেকে দু’টি বাসে কয়েকশো কর্মী প্রধানমন্ত্রীর জনসভার যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলাম সকালবেলায়। আমরা কেশপুর থেকে বেরিয়ে ধরমার কাছে পৌঁছতে তৃণমূলের বাইক বাহিনী লাঠি ডান্ডা নিয়ে এসে আমাদের বাস ভাঙচুর করে এবং ইঁট ছুড়তে থাকে ক্রমাগত। তাদের সঙ্গে পুলিশও ছিল৷ আমাদের কয়েকজন কর্মী আক্রান্ত হন এবং বাস ভাঙচুর হয়েছে। আমাদের কর্মীদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এরপর আমরা অবরোধ শুরু করি এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। পুলিশ এসে আমাদের আশ্বস্ত করেছে। তবে যদি দুষ্কৃতিরা অবিলম্বে ধরা না পড়ে তাহলে আমরা সভা থেকে ফিরে এসে থানা ঘেরাও করে রাখব।’’

আরও পড়ুন :একগুচ্ছ সরকারি কর্মসূচি, দলীয় সভা; আজ রাজ্যে মোদি

যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও কর্মী জড়িত নন। এটা বিজেপির অপপ্রচার চালাচ্ছে।’’

বিজেপির বাস ভাঙচুর এটা নতুন ঘটনা নয়৷ এর আগেও বিভিন্ন সভার উদ্দেশ্যে যাওয়ার পথে বাস ভাঙচুর ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এই ধরনের ঘটনা আটকাতে পুলিশের সক্রিয় ভূমিকা দরকার বলে মনে করছে রাজনৈতিক মহল।

Last Updated : Feb 7, 2021, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details