মেদিনীপুর, 7 ফেব্রুয়ারি : হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর শহরের কাছে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীরা যখন কেশপুর থেকে ধরমার হয়ে হলদিয়ার পথে রওনা দিচ্ছিলেন ঠিক সেই সময় চলন্ত গাড়িতে ইঁট ছুড়ে গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ইটের ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
এই দিন হলদিয়াতে প্রধানমন্ত্রী মোদির সভা৷ সেই কারণে বিভিন্ন জায়গা থেকে বাসে গাড়িতে করে বিজেপির লোকজন হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা থেকে কয়েকশো বিজেপি কর্মী বাসে করে যাচ্ছিলেন হলদিয়ায়। সেই সময় মেদিনীপুর শহরের শেষ প্রান্তে ধরমার কাছে আক্রান্ত হয় বাসগুলি। বাসের উপর ইঁট ছোড়া হয় এবং ভাঙচুর করা হয়৷ অভিযোগের তির তৃণমূলের দিকে। ইটের আঘাতে এবং ভাঙচুরের ঘটনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক৷
এরপরই বাস থেকে নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা রাস্তায় পথ অবরোধ শুরু করেন। কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ এসে তাঁদের আশ্বস্ত করে৷ তার পর বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ তুলে নেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। রয়েছে বিরাট পুলিশ বাহিনী।