পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চন্দ্রকোনায় বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর, পথ অবরোধ করে বিক্ষোভ - শিবরাম দাসের প্রচার গাড়ি ভাঙচুর

রাতের অন্ধকারে বিজেপি প্রার্থী শিবরাম দাসের প্রচার গাড়ি ভাঙচুর । ঘটনার প্রতিবাদে মনোহরপুর থেকে চন্দ্রকোনাগামী রাস্তা অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ।

চন্দ্রকোনায় বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর
চন্দ্রকোনায় বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর

By

Published : Mar 19, 2021, 2:04 PM IST

চন্দ্রকোনা, 19 মার্চ : ঘাটালের পর চন্দ্রকোনা । বিজেপির প্রচার গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয় । ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা । ঘন্টাখানেক পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে ।

রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় । ঘটনার প্রতিবাদে মনোহরপুর থেকে চন্দ্রকোণাগামী রাস্তা অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা । বিজেপি প্রার্থী শিবরাম দাসের সমর্থনে প্রচারের জন্য একটি চার চাকার গাড়ি ভাড়া করা হয়েছিল । অভিযোগ, বৃহস্পতিবার প্রচার শেষে রাতে গাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা । তাঁদের অভিযোগ, এতে তৃণমূল কর্মীরা যুক্ত । অবিলম্বে প্রশাসন আইনানুগ ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে, জানিয়ে দেয় বিজেপি সমর্থকরা । বিক্ষোভের জেরে আটকে পড়ে যান চলাচল । সমস্যায় পড়েন পথ চলতি মানুষ । খবর পেয়ে উপস্থিত হয়,চন্দ্রকোনা থানার পুলিশ । পরে পুলিশের হস্তক্ষেপেই ওঠে অরবোধ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূল নেতা সূর্যকান্ত দুলুই বলেন, বিজেপি প্রার্থী আগেই হেরে গেছে । তাই প্রচারে আসার জন্য নিজেদের গাড়ি নিজেরাই ভাঙচুর করেছে ।

বিজেপির প্রচার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ

আরও পড়ুন : প্রার্থী হয়েই দলের দায়িত্ব পালনে কৃষ্ণনগরে মুকুল

ভোটের সময় আসতেই রাজনৈতিক হিংসা অব্যহত । গতকাল ঘাটালের প্রার্থীকে লক্ষ্য করে জুতা ছোঁড়া হয় এবং প্রার্থীকে মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে । এরপরই চন্দ্রকোনাতে উত্তেজনা ।

ABOUT THE AUTHOR

...view details