ডেবরা, 14 মার্চ : মনোয়নপত্র জমা দেওয়ার পর প্রচারে নামলেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ । এদিন ডেবরার বিভিন্ন প্রান্তে প্রচার চালান প্রাক্তন আইপিএস অফিসার । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক ।
প্রসঙ্গত ডেবরায় এবার লড়াইটা পুলিশ বনাম পুলিশের । কারণ এখানে লড়াই দুই প্রাক্তন আইপিএসের । একদিকে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ । দুই জনই একসময় তৃণমূলের হয়েই কাজ করতেন এবং পুলিশের ভূমিকাও পালন করেছিলেন । তৃণমূল নেত্রী ছিলেন যাঁর সর্বময় কর্তা । এহেন পুলিশের চাকরি ছেড়ে দুজনে দুই রাজনৈতিক দলে যুক্ত হয়ে প্রচারে নেমেছেন । যদিও ভারতী ঘোষ বিগত কয়েক বছর ধরেই বিজেপিতে যুক্ত হয়ে প্রচার করছেন কিন্তু হুমায়ুন কবির সম্প্রতি পুলিশের চাকরি ছেড়েছেন । চাকরি ছেড়ে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন ডেবরা থেকে । বিভিন্ন জায়গায় প্রচারে নিজেকে ভূমিপুত্র হিসেবে প্রচারও করছেন হুমায়ুন । ফলে ভারতী ঘোষের সঙ্গে হুমায়ুন কবিরের এবারের লড়াইটা জমে যাবে এরকমই মনে করছে রাজনৈতিক মহল ।