পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোট নয়, আসন সমঝোতা চেয়েছিলাম : বিমান

গতকাল শালবনি শহরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবলীনা হেমব্রমের নির্বচনী প্রচারে গিয়ে জোট প্রসঙ্গে মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

biman

By

Published : Mar 29, 2019, 11:54 AM IST

Updated : Mar 29, 2019, 12:01 PM IST

শালবনি, 29 মার্চ : "জোট আমরা করিনি, জোট মিডিয়া করেছে। আমাদের জোট করার কোনও উদ্দেশ্য ছিল না। " গতকাল শালবনি শহরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবলীনা হেমব্রমের নির্বচনী প্রচারে গিয়ে জোট প্রসঙ্গে একথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, " আমরা কোনও জোট করিনি। আমাদের জোট করার কোনও উদ্দেশ্য ছিল না। আপনারা জোট করেছেন। মিডিয়ার জোটের উত্তর আমি দেব না। আপনারা জোটের ব্যাপার নিয়ে ভাবুন। আমরা সিট শেয়ারিং করতে চেয়েছিলাম। সিট শেয়ারিং ও জোট এক জিনিস নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল দেশকে বাঁচাতে BJP-কে হটাতে হবে। আর রাজ্যকে বাঁচাতে TMC-কে হটাতে হবে। তাই BJP এবং TMC বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসা। তার জন্যেই আমরা চেয়েছিলাম একটা সিট শেয়ারিং হোক। এবং এই সিট শেয়ারিংয়ে প্রথম শর্ত ছিল বামেদের জেতা দুটো আসন এবং কংগ্রেসের জেতা চারটে আসনে বাম, কংগ্রেস কেউ কোনও প্রার্থী দেবে না। যখন আমরা প্রথম লিস্ট ঘোষণা করলাম, কংগ্রেসের জেতা চারটে আসনে প্রার্থী ঘোষণা করিনি। আমাদের দুটি জেতা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। তারপরে হঠাৎ একদিন আমাদের দুটো জেতা আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করে। সেদিনই আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই যে, আমরাও কংগ্রেসের জেতা দুটি আসনে প্রার্থী দেব। আমরা দিয়ে দিই।"

গতকাল শালবনির হাটতলা থেকে প্রচার শুরু হয়। বিমান বসু ছাড়াও প্রচারে ছিলেন CPI(M)-র জেলা সম্পাদক তরুণ রায়।

Last Updated : Mar 29, 2019, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details