পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলা থেকে দূর হটো, বেলদায় যোগীর সভার আগে পোস্টার ডিএসওর - বেলদাতে যোগী আদিত্যনাথের সভা

ইতিমধ্যেই সভামঞ্চের প্রস্তুতির কাজ শেষ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গোটা এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে দলীয় পতাকা দিয়ে ।

বেলদায় যোগী আদিত্যনাথের সভা, জোর প্রস্তুতি
বেলদায় যোগী আদিত্যনাথের সভা, জোর প্রস্তুতি

By

Published : Mar 16, 2021, 12:51 PM IST

বেলদা, 16 মার্চ : রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে তিনি সভা করবেন আজই । চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি । ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে দলের কর্মী-সমর্থকরা আসা শুরু করেছেন ৷

ইতিমধ্যে সভামঞ্চের প্রস্তুতির কাজ শেষ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গোটা এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে দলীয় পতাকা দিয়ে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । এই সভামঞ্চ থেকে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি কি বার্তা দেন সেটাই দেখার ৷ যদিও তাঁর সভার আগেই "যোগী আদিত্যনাথ বাংলা থেকে দূর হটো" বলে স্লোগান দিয়ে পোস্টার দিয়েছে ডিএসও ৷ পোস্টারে লেখা রয়েছে, "খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের শীর্ষে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো ।"

বেলদায় যোগী আদিত্যনাথের সভা, জোর প্রস্তুতি

পশ্চিম মেদিনীপুরের এই এলাকা বর্তমানে বিজেপির প্রভাব বেশি। তবে একুশের নির্বাচনে প্রার্থীকে জেতাতে জনগণ কতটা সমর্থন করে সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details