দাঁতন, 15 মার্চ : দাঁতনের সভা থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহদের তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর কথায়, অমিত শাহ হলেন বহিরাগতদের নায়ক ৷ আর নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে সবকিছু নিজের নামে করছেন ৷ তাঁর কটাক্ষ, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিদ্যাসাগর সেতু হবে মোদি সেতু ৷ আর মেদিনীপুরের নাম পাল্টে হয়ে যাবে 'মোদিনীপুর' ৷
দাঁতনের মোহনপুরের নীলদা এলাকায় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এই মাঠে কিছুদিন আগেই সভা করে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ এদিনের বক্তব্যে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে আগাগোড়া আক্রমণ করেন তিনি ৷ বলেন, "দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে ৷ বাংলায় বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙল, যারা বাংলার মনীষীদের অপমান করে সেই বিজেপিতে যোগ দিয়েছে মেদিনীপুরের একজন লোক ৷ 10 দিনের মধ্যে গদ্দারদের মুখে জয় সিয়ারাম বলিয়ে ছেড়েছি ৷ ইভিএমের মাধ্যমে বহিরাগত, গদ্দারদের বিদায় করুন ৷"
আরও পড়ুন : তৃণমূলে যোগ দিয়েই বড় পদে যশবন্ত সিনহা