পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতাকে আঘাত করতে গিয়ে ধ্বংস হয়ে যাবে বিজেপি : অভিষেক - দাঁতনের সভা থেকে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দিলীপ ঘোষ গোরুর দুধ থেকে সোনা বের করবে ৷ আর সেই সোনা থেকে সোনার বাংলা তৈরি করবে অমিত শাহ ৷ কটাক্ষ অভিষেকের ৷

abhishek
abhishek

By

Published : Mar 15, 2021, 2:48 PM IST

দাঁতন, 15 মার্চ : দাঁতনের সভা থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহদের তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর কথায়, অমিত শাহ হলেন বহিরাগতদের নায়ক ৷ আর নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে সবকিছু নিজের নামে করছেন ৷ তাঁর কটাক্ষ, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিদ্যাসাগর সেতু হবে মোদি সেতু ৷ আর মেদিনীপুরের নাম পাল্টে হয়ে যাবে 'মোদিনীপুর' ৷

দাঁতনের মোহনপুরের নীলদা এলাকায় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এই মাঠে কিছুদিন আগেই সভা করে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ এদিনের বক্তব্যে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে আগাগোড়া আক্রমণ করেন তিনি ৷ বলেন, "দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে ৷ বাংলায় বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙল, যারা বাংলার মনীষীদের অপমান করে সেই বিজেপিতে যোগ দিয়েছে মেদিনীপুরের একজন লোক ৷ 10 দিনের মধ্যে গদ্দারদের মুখে জয় সিয়ারাম বলিয়ে ছেড়েছি ৷ ইভিএমের মাধ্যমে বহিরাগত, গদ্দারদের বিদায় করুন ৷"

শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : তৃণমূলে যোগ দিয়েই বড় পদে যশবন্ত সিনহা

নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে আহত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে অভিষেক বলেন, "বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না ৷ একজন মহিলাকে আঘাত করতে গিয়ে একটা দল ধ্বংস হয়ে যাবে ৷ বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা করা হচ্ছে ৷" তাঁর প্রশ্ন, সোনার বাংলা গড়ার কথা বলছে ৷ তাহলে এতদিন সোনার উত্তরপ্রদেশ, সোনার ঝাড়খণ্ড, সোনার মহারাষ্ট্র হয়নি কেন ?

কটাক্ষের সুরে তিনি বলেন, "দিলীপ ঘোষ গোরুর দুধ থেকে সোনা বের করবেন ৷ আর সেই সোনা থেকে সোনার বাংলা তৈরি করবেন অমিত শাহ ৷" তাঁর দাবি, বিজেপি স্বাস্থ্যসাথী কার্ডকে ভাঁওতা বলছে ৷ অথচ বিজেপি নেতাদের পরিবারের লোকেরা গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছেন ৷ এখানেই মা মাটি মানুষের জয় ৷"

আরও পড়ুন : বাংলায় পদ্ম ফোটাতে আদিবাসীদের সাহায্য় চাইলেন শাহ

ABOUT THE AUTHOR

...view details